Ind Vs Aus Live Score Updates: ১৮৬ রানে আউট বিরাট কোহলি, ৫৭১ অলআউট ভারত

Published : Mar 12, 2023, 04:37 PM ISTUpdated : Mar 12, 2023, 05:14 PM IST
virat kohli

সংক্ষিপ্ত

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে প্রথমবার পঞ্চম দিনে গড়াল ম্য়াচ। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচের পঞ্চম দিনই হবে নিষ্পত্তি। এই ম্য়াচ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।

অল্পের জন্য দ্বিশতরানের সুযোগ হারালেন বিরাট কোহলি। এই তারকা ব্য়াটার আউট হয়ে গেলেন ১৮৬ রানে। প্রথম ইনিংসে ৫৭১ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার চেয়ে ৯১ রানে এগিয়ে ভারত। এবার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে জয় ছিনিয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। প্রথম ইনিংসে ভারতের ব্য়াটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স বিরাটের। ১০ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন বিরাট। এটাই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সর্বাধিক স্কোর। রবিবার টেস্টে ২৮-তম শতরান করলেন বিরাট। টেস্টে ৪১ ইনিংস পর শতরান পেলেন তিনি। শনিবার ১৪ মাস পর টেস্টে অর্ধশতরান করেন এই তারকা ব্য়াটার। এরপর রবিবার সেই অর্ধশতরানকে শতরানে পরিণত করলেন তিনি। এই অসাধারণ ইনিংসের সুবাদে ভারতীয় দলকে আমেদাবাদ টেস্ট ম্য়াচ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বিরাট। দ্বিতীয় ইনিংসে বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে পারলে জয়ের দিকে এগিয়ে যাবে ভারত।

আমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার ও লোয়ার অর্ডারের ব্য়াটাররা অসাধারণ লড়াই করলেন। ওপেনার শুবমান গিল করেন ১২৮ রান। অপর ওপেনার অধিনায়ক রোহিত শর্মা করেন ৩৫ রান। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৪ রান। ৩ নম্বরে ব্য়াটিং করতে নামা চেতেশ্বর পূজারা করেন ৪২ রান। রবীন্দ্র জাদেজা করেন ২৮ রান। উইকেটকিপার-ব্য়াটার কে এস ভরতও ভালো ব্য়াটিং করলেন। তিনি করেন ৪৪ রান। ৭ নম্বরে ব্যাটিং করতে নামা অক্ষর প্য়াটেলও অস্ট্রেলিয়ার বোলারদের চ্য়ালেঞ্জ ছুড়ে দেন। এই অলরাউন্ডার করেন ৭৯ রান। লোয়ার অর্ডারের ব্য়াটাররা অবশ্য বড় রান পাননি। রবিচন্দ্রন অশ্বিন করেন ৭ রান। কোনও বল খেলার আগেই রান আউট হয়ে যান উমেশ যাদব। মহম্মদ সামি ০ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১১৩ রান দিয়ে ৩ উইকেট নেন টড মারফি। ১৫১ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান লিয়ন। ৯৭ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল স্টার্ক। ৯৪ রান দিয়ে ১ উইকেট নেন ম্যাথু কুনেম্যান। এই পরিসংখ্যানেই স্পষ্ট, অস্ট্রেলিয়ার কোনও বোলারই খুব একটা ভালো পারফরম্য়ান্স দেখাতে পারেননি।

চতুর্থ দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩। ট্রেভিস হেড ৩ ও কুনেম্যান ০ রানে অপরাজিত। সোমবার ম্য়াচের পঞ্চম দিন জেতার চেষ্টা করবে ভারত।

আরও পড়ুন-

Ind Vs Aus Live Score Updates: ৩ বছর পর টেস্টে শতরান বিরাট কোহলির

এক বছরে ক্রিকেটের সব ফর্ম্য়াটেই শতরান, আমেদাবাদে বিরল নজির শুবমান গিলের

হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে