আমেদাবাদ টেস্ট ম্যাচে ভারতীয় দলে ফিরছেন সামি, হচ্ছে না স্পিনারদের সহায়ক পিচ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। ইন্দোরে হারের পর শেষ ম্যাচে প্রস্তুতি শুরু করে দিল ভারত।

Web Desk - ANB | Published : Mar 4, 2023 11:30 AM IST

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শুরু থেকেই পিচ নিয়ে অসন্তোষ দানা বেঁধেছিল। ইন্দোর টেস্ট ম্যাচের পর পরিস্থিতি চরমে পৌঁছে গিয়েছে। অস্ট্রেলিয়া তো বটেই, ভারতের অনেক প্রাক্তন ক্রিকেটারও পিচের সমালোচনা করছেন। এই পরিস্থিতিতে আমেদাবাদে সিরিজের শেষ টেস্ট ম্যাচে আলোচনার কেন্দ্রে পিচ। ভারতীয় দল সমস্যায় পড়ে এমন উইকেট হয়তো তৈরি করা হচ্ছে না, কিন্তু প্রথম ৩ ম্যাচের মতো পুরোপুরি স্পিনারদের সহায়ক উইকেটও থাকছে না নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কোনও পক্ষই যাতে পিচ নিয়ে প্রশ্ন তুলতে পারে সেরকম ব্যবস্থাই করা হচ্ছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ‘আমরা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কোনওরকম নির্দেশ পাইনি। আমাদের স্থানীয় কিউরেটররা সাধারণভাবে যেরকম পিচ তৈরি করে এবারও সেটাই করছে। সারা মরসুম ধরে যেরকম পিচ হয়েছে, টেস্ট ম্যাচেও সেরকমই থাকবে। এখানে জানুয়ারিতে গুজরাটের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে রেলওয়েজ ৫০০-এর বেশি রান করেছিল। সেই ম্যাচে গুজরাট ইনিংসে হেরে গেলেও, দুই ইনিংসেই ২০০-এর বেশি রান করে। এবারের পিচ তার চেয়ে আলাদা কিছু হবে না।’

৯ মার্চ শুরু হচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে আমেদাবাদে পৌঁছে পিচের দায়িত্ব নেবেন বিসিসিআই-এর কিউরেটর তাপস চট্টোপাধ্যায় ও আশিস ভৌমিক। তাঁরা পিচে কোনও বদল আনার চেষ্টা করবেন কি না, সে ব্যাপারে কিছু বলতে পারছেন না গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। তাঁদের বক্তব্য, ‘এখনও কয়েকদিন বাকি আছে। বিসিসিআই-এর গ্রাউন্ডস ও পিচ কমিটির পক্ষ থেকে স্থানীয় কিউরেটরকে নির্দেশ দেওয়া হয়। তবে আমাদের দিক থেকে টেস্ট ম্যাচের জন্য ভালো পিচ তৈরির চেষ্টাই করা হবে।’

ইন্দোরে ভারতীয় দলে একাধিক বদল হয়। পেসার মহম্মদ সামির বদলে খেলার সুযোগ পান উমেশ যাদব। অফফর্মে থাকা ওপেনার কে এল রাহুলের বদলে খেলেন শুবমান গিল। আমেদাবাদে ফের দলে বদল আসছে। খেলার সুযোগ পাচ্ছেন সামি। এই ম্যাচে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। এই পেসার ফের ওডিআই সিরিজে খেলার সুযোগ পাবেন। এই সিরিজের প্রথম দুই ম্যাচে খুব বেশি বোলিংয়ের সুযোগ না পেলেও, ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন সামি। সেই কারণেই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরছেন এই পেসার। সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাট সম্ভবত সুযোগ পাচ্ছেন না। ইন্দোরে ভরাডুবি হলেও, আমেদাবাদে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে বদলের সম্ভাবনা কম।

আরও পড়ুন-

স্বর্গকে নিশ্চয়ই আরও আকর্ষণীয় করে তুলেছো, ওয়ার্নের মৃত্য়ুবার্ষিকীতে বন্ধুকে স্মরণ সচিনের

ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের পিচ নিম্নমানের, জানিয়ে দিল আইসিসি

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

Read more Articles on
Share this article
click me!