শনিবার শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচ উপলক্ষে সেজে উঠেছে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম। চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে নতুন ঘোষণা করা হল।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ। তার ঠিক আগে সূচিতে সামান্য বদল করা হল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধে সাড়ে ৭টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, আধ ঘণ্টা পিছিয়ে যাচ্ছে উদ্বোধনী ম্যাচ। রাত ৮টায় শুরু হবে ম্যাচ। টস হবে সন্ধে সাড়ে ৭টায়। দর্শকদের জন্য ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের গেট খুলে যাচ্ছে বিকেল ৪টেয়। সন্ধে ৬টা বেজে ২৫ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান মাতাবেন বলিউড তারকা কিয়ারা আদবানি, কৃতী স্যানন। এছাড়া সঙ্গীতশিল্পী এ পি ধিঁলোও এই অনুষ্ঠানে থাকবেন। উদ্বোধনী ম্যাচ কেন আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হল, সে ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি। প্রথম ম্যাচে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে বেথ মুনির নেতৃত্বাধীন গুজরাট জায়ান্টস। দু'দলই প্রথম ম্যাচের জন্য তৈরি।
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে খেলছে ৫টি দল। ফাইনাল-সহ ২২টি ম্যাচ হবে। ডি ওয়াই পাতিল স্টেডিয়াম ও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে উইমেনস প্রিমিয়ার লিগের ম্যাচগুলি। ২৬ মার্চ পর্যন্ত চলবে এই টি-২০ লিগ। রবিবার জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে ইউ পি ওয়ারিয়র্স ও গুজরাট জায়ান্টসের লড়াই দেখা যাবে। যে ৫টি দল এই লিগে খেলছে, তার মধ্যে মুম্বই ইন্ডিয়ানস ও রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ভারতীয়। মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত, আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা। গুজরাটের অধিনায়ক মুনি, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং এবং ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি।
আইপিএল-এর সফলতম দল মুম্বই ইন্ডিয়ানস। ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। মহিলা দলের হয়েও একইরকম সাফল্যের আশায় হরমনপ্রীত। তিনি দলে পাচ্ছেন ইয়াস্তিকা ভাটিয়া, হেলি ম্যাথুজ, অ্যামেলিয়া কের, নাতালি স্কিভারকে। গুজরাটও অবশ্য বেশ শক্তিশালী দল। অধিনায়ক মুনি ছাড়াও আছেন অ্যাশলে গার্ডনার, সোফিয়া ডানক্লি। এছাড়া একঝাঁক অল্পবয়সি ভারতীয় ক্রিকেটার আছেন। দলে ভারসাম্য আছে বলেই মত বিশেষজ্ঞদের।
প্রতিটি দল অন্তত একটি করে ম্যাচ খেললে শক্তি-দুর্বলতার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। তার আগে পর্যন্ত খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে আরসিবি-কে। তবে মুম্বইও যথেষ্ট শক্তিশালী দল। এই দুই দলের মধ্যে থেকেই কেউ চ্যাম্পিয়ন হতে পারে।
আরও পড়ুন-
শনিবার শুরু উইমেনস প্রিমিয়ার লিগ, নজর কেড়ে নিতে পারেন এই ক্রিকেটাররা
উইমেনস প্রিমিয়ার লিগের মাধ্যমে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্য়বধান কমবে, আশাবাদী হরমনপ্রীত
Yuvraj Singh : শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের