স্বর্গকে নিশ্চয়ই আরও আকর্ষণীয় করে তুলেছো, ওয়ার্নের মৃত্য়ুবার্ষিকীতে বন্ধুকে স্মরণ সচিনের

অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ-স্পিনার শেন ওয়ার্ন ছিলেন বর্ণময় চরিত্র। মাঠে যেমন তিনি স্পিনের জাদুকর ছিলেন, তেমনই মাঠের বাইরেও তাঁর জীবন ছিল রঙিন। সেই কারণেই তিনি এত জনপ্রিয়।

মাঠে ছিলেন একে অপরের শত্রু। যদিও বেশিরভাগ সময়ই লড়াইয়ের ফল হয়েছে একতরফা। তবে মাঠের বাইরে সচিন তেন্ডুলকর ও শেন ওয়ার্ন ছিলেন ভালো বন্ধু। সবসময়ই সচিনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ওয়ার্ন। তিনি সচিনকেই বিপক্ষ দলের সেরা ব্যাটার আখ্যা দিয়েছিলেন। সচিনের জন্যই যে রাতে দুঃস্বপ্ন হানা দিত, সেটাও প্রকাশ্যে জানিয়েছিলেন ওয়ার্ন। সচিনও সবসময় এই লেগস্পিনারকে শ্রদ্ধা করতেন। ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকীতেও বন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন সচিন। শুধু একজন ক্রিকেটার হিসেবেই নয়, ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও দেখেছেন ওয়ার্নকে। সে কথাই উল্লেখ করেছেন সচিন। তিনি শনিবার ট্যুইট করে প্রয়াত ওয়ার্নের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন। সচিন লিখেছেন, ‘মাঠে আমাদের অনেক স্মরণীয় লড়াই হয়েছে। মাঠের বাইরে আমরা একইরকম স্মরণীয় অনেক মুহূর্ত কাটিয়েছি। আমি শুধু একজন মহান ক্রিকেটার হিসেবেই তোমার অভাব অনুভব করি না, আমার একজন ভালো বন্ধুর অভাবও অনুভব করি। আমি নিশ্চিত, স্বর্গ এর আগে যেরকম ছিল, তোমার রসবোধ ও ক্যারিশমার মাধ্যমে তার চেয়েও আকর্ষণীয় জায়গা করে তুলেছো ওয়ার্নি।’ সচিনের এই ট্যুইটে ক্রিকেটপ্রেমীরা নানা মন্তব্য করছেন। প্রত্য়েকেই ওয়ার্নকে শ্রদ্ধা জানাচ্ছেন।

 

Latest Videos

 

ওয়ার্নের সঙ্গে একই দলে যাঁরা খেলেছেন তাঁদের পাশাপাশি বিপক্ষ দলের ক্রিকেটাররাও প্রয়াত কিংবদন্তি লেগ-স্পিনারকে শ্রদ্ধা জানাচ্ছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট দীর্ঘদিন ওয়ার্নের সঙ্গে খেলেছেন। তিনিও এদিন ট্যুইট করে প্রাক্তন সতীর্থকে শ্রদ্ধা জানিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন মাইকেল ভনও ট্যুইট করে ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়েছেন। 

 

 

ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা লেগ-স্পিনার হিসেবে চিহ্নিত করা হয় ওয়ার্নকে। ১৯৯২ সালে ভারতের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ২০০৭ পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেন এই তারকা। ২০০৫ সালের পর অবশ্য তিনি আর ওডিআই ম্যাচ খেলেননি। ১৪৫ টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৭০৮। ১৯৯৯ সালে বিশ্বকাপ সেমি ফাইনাল ও ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ওয়ার্ন। অ্যাশেজেও এই স্পিনার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ১৯৯৩ সালে অ্যাশেজে নিজের প্রথম বলেই মাইক গ্যাটিংকে বোল্ড করে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন ওয়ার্ন। তাঁর সেই বলটিকে গত শতাব্দীর সেরা বল আখ্যা দেওয়া হয়। লেগ স্টাম্পের বাইরে পড়ে সেই বল অফ স্টাম্পের বেল উড়িয়ে দেয়। গ্যাটিং হতবাক হয়ে গিয়েছিলেন। গত বছরের ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওয়ার্ন

 

আরও পড়ুন-

পরপর দু'বার ভারত সফরে এক ইনিংসে ৮ উইকেট, অসাধারণ নজির নাথান লিয়নের

ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের পিচ নিম্নমানের, জানিয়ে দিল আইসিসি

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM