আমেদাবাদে নরেন্দ্র মোদীকে কি তাঁরই ছবি উপহার দেওয়া হয়েছে? জেনে নিন আসল ঘটনা

Published : Mar 10, 2023, 12:02 PM ISTUpdated : Mar 10, 2023, 12:23 PM IST
Narendra Modi

সংক্ষিপ্ত

মোতেরার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিরোধী দলগুলি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে। এবার ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলি যেমন সমালোচনা করছে, তেমনই সোশ্য়াল মি়ডিয়াতেও ব্যঙ্গ করা হচ্ছে প্রধানমন্ত্রীকে। বিরোধীদের কটাক্ষ, নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে নিজেরই ছবি উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। তবে আসল ঘটনা অন্য। প্রধানমন্ত্রীকে যে ছবি উপহার দেওয়া হয়েছে, সেটি একটি কোলাজ। গত ৭৫ বছর ধরে যাঁরা ভারতীয় দলের হয়ে খেলেছেন, তাঁদের সবার ছবি নিয়ে তৈরি হয়েছে এই কোলাজ। উপর থেকে দেখলে মনে হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রীর ছবিই রয়েছে। কিন্তু খুঁটিয়ে দেখলে সবার ছবিই দেখা যাচ্ছে। ফলে বিরোধীরা যে শোরগোল তুলছে, তা ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতেও অনেক সময়ই ভুল তথ্য পরিবেশন করেন অনেকে। এক্ষেত্রেও সেটাই হয়েছে। যে ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, সেটি ভিত্তিহীন।

মোদীর পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকেও একটি ছবি উপহার দেন বিসিসিআই সভাপতি রজার বিনি। সেই ছবিটিও একটি কোলাজ। অস্ট্রেলিয়ার হয়ে গত ৭৫ বছর ধরে যাঁরা ক্রিকেট খেলেছেন, তাঁদের সবার ছবিই রয়েছে। ক্রিকেটের মাধ্যমে ভারত-অস্ট্রেলিয়ার বন্ধুত্বের ৭৫ বছর পালন করা হচ্ছে আমেদাবাদ টেস্ট ম্যাচে। সেই কারণেই প্রথম দিন খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়ামে হাজির হন দুই প্রধানমন্ত্রী। তাঁরা একসঙ্গে মাঠে যান, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন, স্টেডিয়ামের আর্কাইভ ঘুরে দেখেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মার হাতে টেস্ট ম্যাচের বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকেও বিশেষ টুপি উপহার দেন অ্যালবানিজ। দুই প্রধানমন্ত্রী মাঠে গিয়ে ক্রিকেটারদের সঙ্গেই জাতীয় সঙ্গীতে গলা মেলান। তাঁরা পাশাপাশি বসে ম্যাচ দেখেন। মোদীর সঙ্গে সেলফিও তোলেন অ্যালবানিজ।

ভারতের মতোই অস্ট্রেলিয়ায় জনপ্রিয় ক্রিকেট। অস্ট্রেলিয়ায় সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ক্রিকেটের মাধ্যমে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার উদ্যোগ নিয়েছে দুই সরকার। সেই কারণেই ভারত সফরে আসা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে আমেদাবাদ টেস্ট ম্যাচে আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার বন্ধুত্বের ৭৫ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ দেখতে এসেছিলেন। তিনিও ক্রিকেট ভালোবাসেন। ক্রিকেটের সব খোঁজখবরও রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-

ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন! অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে পাল্টা তোপ গাভাসকরের

'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব আরও দৃঢ় হোক', ট্যুইট মোদীর 

ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্বের ৭৫ বছর, ক্রিকেট-কূটনীতির সাক্ষী আমেদাবাদ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?