ভারত সফরে স্পিনিং ট্র্য়াকে সুবিধা করতে না পেরেই পিচ নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। তাদের পাল্টা আক্রমণ করেছেন কিংবদন্তি ব্য়াটার সুনীল গাভাসকর।
আমেদাবাদে যখন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দু'দেশের বন্ধুত্বের ৭৫ বছর পালন করছেন, তখন পিচ নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের সমালোচনার পাল্টা জবাব দিলেন সুনীল গাভাসকর। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি ব্য়াটার। নাগপুর, দিল্লি ও ইন্দোর টেস্ট ম্যাচ যে পিচে হয়েছে, সেই পিচের তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও পিচ নিয়ে জলঘোলা করতে ছাড়েননি। এ ব্য়াপারে গাভাসকর বলেছেন, 'স্টিভ স্মিথ বলেছে ও ভারতের মাটিতে খেলতে ভালোবাসে। ভারতের মাটিতে দলকে নেতৃত্ব দিতেও ভালোবাসে ও। কারণ, ভারতের মাটিতে প্রতিটি বলই চ্যালেঞ্জ। প্রতিটি ওভারেই ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারে। অস্ট্রেলিয়ার বর্তমান দলের কোনও ক্রিকেটার পিচ নিয়ে কিছু বলছে না। কিন্তু কয়েকজন প্রাক্তন ক্রিকেটার পিচ নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনা একটু বিরক্তিকর। ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্বের ৭৫ বছরে প্রবেশ করেছি। এই সময় অস্ট্রেলিয়ার কয়েকজন প্রাক্তন ক্রিকেটার যে শব্দ ব্য়বহার করছে সেটা রুচিপূর্ণ নয়। এই কথা ওরা বলতে পারে না।'
পিচের সমালোচনা করতে গিয়ে ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। পাল্টা গাভাসকর বলেছেন, 'দু'দল একই পিচে খেলছে। ওদের মেনে নিতে হবে যে ওরা বিদেশ থেকে এসেছে এবং সেই অনুযায়ী খেলতে হবে। ওদের দেশে যেরকম পিচে খেলা হয়, ভারতের মাটিতে সেই পিচ পাবে না। এই পরিস্থিতিতে আপত্তিকর শব্দ ব্য়বহার করতে পারে না ওরা। ভারতীয়দের সততা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। সততা কোনও একটি দেশের একচেটিয়া ব্য়াপার হতে পারে না। এটা ওদের বুঝতে হবে। আমি ভারতীয় হিসেবে অত্য়ন্ত গর্বিত। যদি কেউ ভারতীয়দের নিয়ে সন্দেহ প্রকাশ করে, তাহলে আমার খারাপ লাগবেই। সেক্ষেত্রে আমিও পাল্টা মন্তব্য করব।'
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে থেকেই পিচ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। নাগপুর, দিল্লি টেস্ট ম্যাচে ভারতীয় দল জেতার পর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম পিচ নিয়ে সুর চড়ায়। অস্ট্রেলিয়ার কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও পিচের সমালোচনা করেন। আমেদাবাদ টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ভালো জায়গায়। এই পিচ নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বা প্রাক্তন ক্রিকেটারদের কোনও বক্তব্য নেই। সে কথাই উল্লেখ করেছেন গাভাসকর। তাঁর কটাক্ষ, অস্ট্রেলিয়া দল যখন ভালো খেলে তখন পিচ ভালো হয়ে যায় আর হেরে গেলেই পিচকে দোষারোপ করা হয়।
আরও পড়ুন-
'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব আরও দৃঢ় হোক', ট্যুইট মোদীর
Ind Vs Aus: উসমান খাজার শতরান, প্রথম দিনের শেষে ভারতকে লড়াইয়ে রাখলেন সামি
সমুদ্রতীরে ছুটি কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী, ছবি দেখে কাত নেটিজেনরা