'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব আরও দৃঢ় হোক', ট্যুইট মোদীর
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকে মাঠে ঢোকেন। তারপর একসঙ্গে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, একই গাড়িতে মাঠ প্রদক্ষিণ করা, রোহিত শর্মা ও স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেওয়া, ক্রিকেটারদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকে মাঠে ঢোকেন। তারপর একসঙ্গে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, একই গাড়িতে মাঠ প্রদক্ষিণ করা, রোহিত শর্মা ও স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেওয়া, ক্রিকেটারদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে প্রচারের যাবতীয় আলো শুষে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ম্যাচ শুরু হওয়ার পর তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বসে খেলা দেখছিলেন। তাঁর সঙ্গে সেলফিও তোলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মোদী ট্যুইট করেছেন, 'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম। ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব সুদৃঢ় হোক।'