India Vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২ ম্যাচে বিশ্রামে রোহিত-বিরাট-হার্দিক

ওডিআই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজই ভারতীয় দলের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। ফলে এই সিরিজকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে বিসিসিআই।

Soumya Gangully | Published : Sep 18, 2023 3:57 PM IST / Updated: Sep 18 2023, 10:13 PM IST

৮ অক্টোবর ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআই বিশ্বকাপের আগে শেষ ওডিআই সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। দেশের মাটিতে এই সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করে দিল বিসিসিআই। চোট সারিয়ে ফিট হয়ে ওঠায় দলে আছেন শ্রেয়াস আইয়ার। তবে চোটের জন্য এশিয়া কাপ ফাইনালে খেলতে না পারা অক্ষর প্যাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২ ম্যাচে ভারতীয় দলে নেই। তৃতীয় ম্যাচের দলে শর্তসাপেক্ষে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। ফিট হয়ে উঠলে তিনি দলে থাকবেন। ফিট না হলে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। তবে তাঁরা তৃতীয় ম্যাচে খেলবেন। বিরাট, রোহিত ও হার্দিক টানা খেলে চলেছেন। ওডিআই বিশ্বকাপের আগে তাঁদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে রাখা হয়েছে- কে এল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি ও প্রসিদ্ধ কৃষ্ণকে।

Latest Videos

তৃতীয় ম্যাচের দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি।

 

 

ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর। এরপর দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর। প্রথম ২ ম্যাচের দলে থাকা রুতুরাজ, তিলক এশিয়ান গেমসে খেলতে যাবেন। তার আগে তাঁরা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন। অশ্বিনকে ওডিআই বিশ্বকাপের দলে রাখা হয়নি। কিন্তু তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ৩টি ম্যাচেই দলে রাখা হয়েছে। এই সিরিজে শ্রেয়াসের ফিটনেসের উপর টিম ম্যানেজমেন্টের নজর থাকবে। অক্ষর যদি তৃতীয় ম্যাচের আগে ফিট হয়ে যান, তাহলে ওডিআই বিশ্বকাপে নিশ্চিতভাবেই খেলতে পারবেন। না হলে বিসিসিআই-কে হয়তো বিকল্প ভাবতে হবে।

আরও পড়ুন-

Virat Kohli: সমর্থকরাই জেতার ইচ্ছা বাড়িয়ে দেয়, বললেন বিরাট কোহলি

Asia Cup Final: শ্রীলঙ্কাকে দুরমুশ করে কতগুলি রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা?

Rohit Sharma : দ্রুত ফিট হয়ে উঠছেন শ্রেয়াস আইয়ার, জানালেন রোহিত শর্মা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News