অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এখন অনেক ভদ্র হয়ে গিয়েছেন, পর্যবেক্ষণ বিরাটের

Published : Mar 21, 2023, 05:54 PM IST
india australia

সংক্ষিপ্ত

বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। সিরিজ দখল করতে হলে তৃতীয় ওডিআই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই যেমন সাফল্য পেয়েছেন, তেমনই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে বচসাতেও জড়িয়েছেন বিরাট কোহলি। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রতি তাঁর মনোভাব বদলে গিয়েছে। বিরাট জানিয়েছেন, এখন আর অতীতের মতো অভদ্র আচরণ করেন না অস্ট্রেলিয়ানরা। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে বিরাট বলেছেন, ‘আইপিএল কয়েকটি বিষয় বদলে দিয়েছে। ক্রিকেটে এখনও প্রতিদ্বন্দ্বিতা বজায় আছে, তবে কটূ কথা ও স্লেজিং আর আগের মতো অভদ্র নেই। এখন পারস্পরিক শ্রদ্ধা তৈরি হয়েছে। আমরা পরস্পরের প্রশংসাও করি। এখনও অবশ্য অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জয়ের খিদে একইরকম আছে। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে যে বিষয়গুলি নিয়ে বচসা তৈরি হত, সেগুলি এখন অনেক কমে এসেছে। এ বছর এটা আমার নজরে এসেছে। তবে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এতটুকু কমেনি। আমরা যেমন জেতার চেষ্টা করি, তেমনই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও জয়ের লক্ষ্যে ঝাঁপায়।’

২০১৭ সালে অস্ট্রেলিয়া দল যখন ভারত সফরে এসেছিল, সেই সিরিজে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন বিরাটই। তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারের সঙ্গেই বন্ধুত্ব করতে চান না। সেই সময় বিরাট বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এতটুকু বদলায়নি। আমি চাই মাঠে তীব্র লড়াই চলুক। কিন্তু আমি ভুল ছিলাম। আমি প্রথম টেস্ট ম্যাচের আগে যা বলেছিলাম, সেটা বদলে গিয়েছে। আমাকে আর কখনও এ কথা বলতে শোনা যাবে না।’

এরপর অবশ্য ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সম্পর্ক বদলে গিয়েছে। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারই আইপিএল-এ খেলেন। আরসিবি-তে অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারের সঙ্গে খেলেছেন বিরাট। সেই কারণেই হয়তো অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে বিরাটের সম্পর্ক বদলে গিয়েছে। এ প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘এখন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সম্পর্ক উন্নত হয়েছে। এটা ভালো ব্যাপার। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আবার সমস্যা তৈরি হবে কি না সেটা এখনই বলতে পারছি না। তবে আপাতত আমাদের সম্পর্ক ভালো হয়েছে। খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলে মজা লাগে কিন্তু অভদ্র আচরণ ভালো লাগে না।’

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কোনও বিতর্ক তৈরি হয়নি। মাঠে প্রতিদ্বন্দ্বিতা চলছে। মাঠের বাইরেও কোনও সমস্যা তৈরি হয়নি। সে কথাই উল্লেখ করেছেন বিরাট। বুধবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হচ্ছে। এরপর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-

কুম্বলের সঙ্গে মতবিরোধ তুঙ্গে ওঠার পর কোচ হওয়ার প্রস্তাব দেন বিরাট, জানালেন সেহবাগ

বুধবার চেন্নাইয়ে তৃতীয় ওডিআই ম্যাচ, ব্যাটিং লাইনআপ নিয়ে চিন্তায় ভারত

পরিবারের সঙ্গে ইজরায়েলে গিয়েছিলেন সচিন, ছবি ও ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড