হ্যামস্ট্রিংয়ের চোট, ভারত সফরে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন ঝাই রিডার্ডসন

Published : Mar 06, 2023, 07:41 PM IST
Jhye Richardson

সংক্ষিপ্ত

এবারের ভারত সফরের আগে থাকতেই একাধিক ক্রিকেটারের চোটে বিব্রত অস্ট্রেলিয়া দল। টেস্ট সিরিজে ৩ ম্যাচ হয়ে যাওয়ার পরেও চোট যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়া দলের।

১৭ মার্চ শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে দু'দল। তার আগে অবশ্য বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে ওডিআই সিরিজ। তার আগেই অস্ট্রেলিয়া দলের পক্ষে খারাপ খবর। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার ঝাই রিচার্ডসন। এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে এবারের আইপিএল-এ খেলার কথা আছে রিচার্ডসনের। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট কতদিনে সারবে সেটা এখনই বলা যাচ্ছে না। ফলে আইপিএল-এও অনিশ্চিত হয়ে গেলেন এই পেসার। শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার মধ্যে মার্শ কাপ ফাইনাল। চোটের জন্য সেই ম্যাচেও খেলতে পারবেন না রিচার্ডসন। বিগ ব্যাশ লিগে খেলার সময় চোট পান এই পেসার। সেই চোটই তাঁকে এখনও ভোগাচ্ছে। এই কারণেই ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারবেন না তিনি।

রিচার্ডসন চোটপ্রবণ ক্রিকেটার। তিনি একাধিকবার চোট পেয়েছেন। ২০১৯ সালে কাঁধে চোট পাওয়ায় বেশ কিছুদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হয়। গত দুই মরসুমেও সফট-টিস্যুর চোট ভুগিয়েছে রিচার্ডসনকে। ২০২১ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৫ উইকেট নেন এই পেসার। কিন্তু গোড়ালিতে চোট পাওয়ায় পরের টেস্ট ম্যাচে খেলতে পারেননি। তারপর থেকে এখনও পর্যন্ত আর টেস্ট ম্যাচ খেলা হয়নি এই পেসারের। ২০২২-এর জুন থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। এবার ভারত সফর থেকেও ছিটকে গেলেন রিচার্ডসন। তাঁর বদলে ওডিআই সিরিজে অস্ট্রেলিয়া দলে নেওয়া হল নাথান এলিসকে। 

২০২২-এর জুনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজে খেলেন রিচার্ডসন। কিন্তু সে বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হওয়ার আগে একাধিক সফট-টিস্যু ছিঁড়ে যাওয়ায় ফের ছিটকে যান তিনি। বিগ ব্যাশ লিগ শুরু হওয়ার আগে শুধু শেফিল্ড শিল্ডের দু'টি ম্যাচ ও মার্শ কাপে একটি ম্যাচ খেলেন এই পেসার। এবারের আইপিএল-এর নিলামে তাঁকে দেড় কোটি টাকা দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ানস। কিন্তু তাঁর পক্ষে আইপিএল-এ খেলা সম্ভব হবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। 

চোটের জন্য নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচে খেলতে পারেননি মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন। তাঁরা অবশ্য চোট সারিয়ে ইন্দোর টেস্ট ম্যাচে দলে ফেরেন। আমেদাবাদেও খেলবেন এই দুই ক্রিকেটার।

আরও পড়ুন-

বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে ২৫ মিলিয়ন ফলোয়ার হার্দিকের

ভারতে ফিরছেন না প্যাট কামিন্স, চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

PREV
click me!

Recommended Stories

Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা
Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর