শুক্রবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ। প্রথম ম্যাচ হতে চলেছে মোহালিতে। এই সিরিজের মাধ্যমেই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেবে ভারতীয় দল।
শুক্রবার দুপুরে মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন না পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচের আগের দিনই সে কথা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন, ‘আমাদের দলে অনেক খেলোয়াড় আছে। সব বিভাগেই যথেষ্ট বিকল্প আছে। আমি এখন পুরোপুরি ফিট। আমার কবজির চোট সেরে গিয়েছে। আমি এখন ১০০ শতাংশ ফিট। বৃহস্পতিবার বিকেলে আমি নেটের চারপাশে ছুটছিলাম। আমি আশা করি শুক্রবার খেলতে পারব। আশা করি এই সিরিজের ৩টি ম্যাচেই খেলতে পারব। আমাদের দলে যারা আছে, তাদের সবাইকে খেলার সুযোগ দিতে চাইছি। দলের সঙ্গে আছে স্টার্ক। তবে শুক্রবার ও খেলবে না। তবে আশা করি এই সিরিজের বাকি ম্যাচগুলিতে ও খেলতে পারবে। প্রথম ম্যাচে ওকে খেলানো হবে না। তবে ও নিশ্চয়ই দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে খেলতে পারবে। ও সিডনিতে বোলিং করছিল। এখানেও ও বোলিং করবে। আমরা ওর ফিটনেস ও বোলিংয়ের দিকে নজর রাখছি। ম্যাক্সওয়েলের ফিট হয়ে ওঠার জন্য যে সময়সীমা ধার্য করা হয়েছে, কামিন্সকেও একই সময় দেওয়া হচ্ছে।’
কবজির চোটের জন্য দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি কামিন্স। অ্যাশেজের পঞ্চম ম্যাচে চোট পান অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেই চোটের জন্যই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি। স্টিভ স্মিথও কবজিতে চোট পান। কুঁচকিতে চোট পান স্টার্ক। তিনিও দক্ষিণ আফ্রিকা সফরে যাননি। গত বছর থেকে গোড়ালির চোটে ভুগছেন ম্যাক্সওয়েল। সেই কারণে তিনিও দক্ষিণ আফ্রিকা সফরে যাননি। ওডিআই বিশ্বকাপের আগে দলের প্রধান ভরসা যাঁরা, তাঁরাই চোট পাওয়ায় উদ্বিগ্ন অস্ট্রেলিয়া শিবির। কামিন্সের আশা, তিনি যেভাবে ফিট হয়ে উঠেছেন, সতীর্থরাও সেভাবেই বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন।
ওডিআই সিরিজের জন্য ১৮ জনের দল নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপের আগে দলের সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নেওয়াই লক্ষ্য কামিন্সদের। অস্ট্রেলিয়ার অধিনায়কের পাশাপাশি ১০০ শতাংশ ফিট হয়ে উঠেছেন স্মিথ। এই তারকা ব্যাটার বুধবার সন্ধেবেলা ২ ঘণ্টারও বেশি সময় ব্যাটিং অনুশীলন করেন। শুক্রবার খেলতে তৈরি স্মিথ। ৮ অক্টোবর ওডিআই বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হতে চলেছে। তার আগে ওডিআই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দল অবশ্য প্রথম ২ ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে খেলছে না।
আরও পড়ুন-
India Vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন অশ্বিন-সূর্যকুমার, জানালেন দ্রাবিড়
ODI World Cup: ফুড ডেলিভারি এগজিকিউটিভ থেকে বিশ্বকাপে নেট বোলার! চমকপ্রদ উত্থান লোকেশ কুমারের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচে বিশ্রামে বিরাট-রোহিত-হার্দিক