India Vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন অশ্বিন-সূর্যকুমার, জানালেন দ্রাবিড়

Published : Sep 21, 2023, 06:59 PM ISTUpdated : Sep 21, 2023, 07:32 PM IST
R Ashwin

সংক্ষিপ্ত

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের আগে ২ দলের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেশ কিছুদিন ধরেই ওডিআই ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। সদ্যসমাপ্ত এশিয়া কাপেও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। তিনি খুব বেশি সুযোগও পাননি। তবে ওডিআই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন সূর্যকুমার। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সাংবাদিক বৈঠকে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন সূর্যকুমার ও রবিচন্দ্রন অশ্বিন। ওডিআই বিশ্বকাপের দলে রাখা হয়নি অশ্বিনকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। ফলে ওডিআই বিশ্বকাপের দলে অশ্বিনকে রাখা হবে কি না, সেই জল্পনা চলছে।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগের দিন দ্রাবিড় বলেছেন, 'আমরা সূর্যকুমার যাদবের পাশে আছি। আমরা বিশ্বাস করি, ওডিআই ক্রিকেটে ও ভালো পারফরম্যান্স দেখাবে। ও সম্প্রতি ওডিআই ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, এবার ঘুরে দাঁড়াবে বলেই আশা করি। ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২ ওডিআই ম্যাচে খেলার সুযোগ পাবে।'

ভারতের প্রধান কোচ আরও বলেছেন, ‘রবিচন্দ্রন অশ্বিন কেমন বোলার, সেটা আমরা জানি। ও ফের অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারে। দলের কেউ চোট পেলে বিকল্প কী হবে, আমরা সবসময় সেই পরিকল্পনা করি। সেই কারণেই আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজে রবিচন্দ্রন অশ্বিনকে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। যৌথ সম্মতির ভিত্তিতেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল চাইছে ওরা বিশ্বকাপের আগে শারীরিক ও মানসিকভাবে তরতাজা অবস্থায় থাকুক। রোহিত শর্মা সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। এটা দুর্ভাগ্যজনক যে ও কখনও পূর্ণশক্তির দল পায়নি। ও ভালো দল পেয়েই ২ বার এশিয়া কাপ জিতেছে। আশা করি আমরা রোহিতের অধিনায়কত্বে ওডিআই বিশ্বকাপ জিততে পারব।’

এখনও পর্যন্ত ২৭টি ওডিআই ম্যাচ খেলেছেন সূর্যকুমার। তিনি মোট ৫৩৭ রান করেছেন। ওডিআই ফর্ম্যাটে এই ব্যাটারের গড় ২৪.৪০। এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ পান সূর্যকুমার। সেই ম্যাচে তিনি ৩৪ বল খেলে ২৬ রান করেন। শ্রেয়াস আইয়ার ফিট থাকলে ওডিআই বিশ্বকাপে হয়তো খেলার সুযোগ পাবেন না সূর্যকুমার। কারণ, কে এল রাহুল, ঈশান কিষান আছেন। তবে সূর্যকুমারকে তৈরি রাখতে চাইছে দল।

আরও পড়ুন-

ODI World Cup: ফুড ডেলিভারি এগজিকিউটিভ থেকে বিশ্বকাপে নেট বোলার! চমকপ্রদ উত্থান লোকেশ কুমারের

Mohammed Siraj: এশিয়া কাপে অসামান্য পারফরম্যান্স, আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সিরাজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচে বিশ্রামে বিরাট-রোহিত-হার্দিক

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড