India Vs Australia: সামির ৫ উইকেট, মোহালিতে ২৭৬ রানে অলআউট অস্ট্রেলিয়া

Published : Sep 22, 2023, 05:31 PM ISTUpdated : Sep 22, 2023, 06:07 PM IST
Mohammad Shami

সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপের আগে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল।

দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখালেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন অশ্বিন। অপর এক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা ১০ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ১ উইকেট নেন। অসাধারণ বোলিং করলেন অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। তিনি ১০ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন জসপ্রীত বুমরা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭৬ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। 

এই ম্যাচে ভারতের অধিনায়ক কে এল রাহুল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। চতুর্থ বলেই মিচেল মার্শের (৪) উইকেট তুলে নেন সামি। অস্ট্রেলিয়ার অপর ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ৩ নম্বরে ব্যাটিং করতে নামা স্টিভ স্মিথ অবশ্য ভালো ব্যাটিং করেন। তাঁরা অস্ট্রেলিয়ার স্কোর ৯৮ পর্যন্ত টেনে নিয়ে যান। ওয়ার্নার ৫৩ বলে ৫২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। স্মিথ করেন ৪১ রান। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে মার্নাস লাবুশেন করে ৩৯ রান। ক্যামেরন গ্রিন করেন ৩১ রান। জশ ইনগ্লিস করেন ৪৫ রান। ২৯ রান করেন মার্কাস স্টোইনিস। ২ রান করেই আউট হয়ে যান ম্যাথু শর্ট। অধিনায়ক প্যাট কামিন্স ৯ বল খেলে ২১ রান করে অপরাজিত থাকেন। শন অ্যাবট করেন ২ রান। ইনিংসের শেষ বলে রান আউট হয়ে যান অ্যাডাম জাম্পা (২)।

এশিয়া কাপে বেশিরভাগ ম্যাচেই খেলার সুযোগ পাননি সামি। তবে তিনি যে ভালো ফর্মেই আছেন, সেটা এদিন বুঝিয়ে দিলেন। মোহালিতে এই পেসারের শিকার হলেন মার্শ, স্মিথ, স্টোইনিস, শর্ট ও অ্যাবট। এই পারফরম্যান্সের পর সামি বলেছেন, ‘আমি খুব খুশি। (মহম্মদ) সিরাজের সঙ্গে খুব উপভোগ করছি। ঠিক জায়গায় বল রাখা এবং ম্যাচের শুরুটা ভালো করা জরুরি। এখানে খুব গরম আছে। উইকেট থেকে খুব একটা সুবিধা পাওয়া যাচ্ছিল না। সেই কারণে উপযুক্ত লেংথে বল রাখা এবং বোলিংয়ে বৈচিত্র আনা জরুরি ছিল। পরিশ্রম করে উইকেট পেলে ভালো লাগে। এর ফলে দলের ও নিজের আত্মবিশ্বাস বেড়ে যায়।’

আরও পড়ুন-

Pakistan Cricket Team: ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, চোটের জন্য বাদ নাসিম শাহ

ODI World Cup: ফুড ডেলিভারি এগজিকিউটিভ থেকে বিশ্বকাপে নেট বোলার! চমকপ্রদ উত্থান লোকেশ কুমারের

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

PREV
click me!

Recommended Stories

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: টি-২০ বিশ্বকাপের আগে হ্যাটট্রিক, নজর কাড়লেন নীতীশ রেড্ডি
আইপিএল ২০২৬: পদপিষ্টের ঘটনার পরেও চিন্নাস্বামীতে হোম ম্যাচ খেলতে পারবে আরসিবি?