ওডিআই বিশ্বকাপের আগে একে একে ভারতীয় দলের সব সমস্যাই মিটে যাচ্ছে। এশিয়া কাপেই মিডল অর্ডারের সমস্যা মিটে গিয়েছিল। এবার ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন সূর্যকুমার যাদবও।
ওডিআই ফর্ম্যাটে বেশ কিছুদিন ধরেই বড় রান পাচ্ছিলেন না। এশিয়া কাপে খুব বেশি সুযোগও পাননি। তবে শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব। তিনি এদিন ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৯ বলে ৫০ রান করেন। এই ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। এই ইনিংসের মাধ্যমে ওডিআই বিশ্বকাপের আগে দলকে ভরসা দিলেন সূর্যকুমার। এই ম্যাচে ভারতীয় দলকে সহজ জয় পেতেও সাহায্য করেন সূর্যকুমার। রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, কে এল রাহুলও দুর্দান্ত ইনিংস খেলেছেন। ফলে ২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে জয় পায় ভারতীয় দল।
এই ইনিংসের পর সূর্যকুমার বলেছেন, ‘আমি যখন এই ফর্ম্যাটে খেলা শুরু করি, তখন এই ধরনের ইনিংস খেলার স্বপ্ন দেখতাম। আমি শেষপর্যন্ত ব্যাটিং করে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ার চেষ্টা করছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। কিন্তু এদিন যে ফল হয়েছে, তাতে আমি খুশি। এই ফর্ম্যাটে আমি এতদিন কেন বড় রান করতে পারছিলাম না, সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম। দল ও বিপক্ষের বোলাররা একই ছিল। কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছিলাম। আমি অনুশীলনে ফিরে যাই। আমি নিজের খেলা নিয়ে চিন্তাভাবনা শুরু করি। আমি বুঝতে পারি, হয়তো তাড়াহুড়ো করছিলাম। সেই কারণে আমি একটু মন্থর ব্যাটিং করার সিদ্ধান্ত নিই। শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকার চেষ্টা করছি এখন। আমি এই প্রথম কোনও ইনিংসে স্যুইপ শট খেলিনি। চান্দু পণ্ডিত স্কুল অফ আর্টসে অনুশীলন করার ফলে স্ট্রেট ড্রাইভ মারতে পেরেছি। আমাদের দলের ওপেনাররা যেভাবে ব্যাটিং করেছে, সেটা উপভোগ করেছি। আমি একইভাবে ব্যাটিং করে যেতে চাই। শেষপর্যন্ত ক্রিজে টিকে থেকে ভারতকে ম্যাচ জেতাতে চাই।’
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার ওডিআই ফর্ম্যাটে অর্ধশতরান করেন সূর্যকুমার। তারপর থেকেই তিনি ক্রমাগত ব্যর্থ হচ্ছিলেন। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে পরপর ৩ ম্যাচে ০ রানে আউট হয়ে যান সূর্যকুমার। তাঁকে ৬ নম্বরে ব্যাটিং করতে পাঠানোর পরিকল্পনা সফল হল। ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া থাকবেন। তাঁদের পাশাপাশি রাহুল, শুবমান, ঈশান কিষানও খেলবেন। শ্রেয়াস আইয়ারও আছেন। ফলে খেলার সুযোগ পাওয়ার জন্য সূর্যকুমারকে লড়াই করতে হবে।
আরও পড়ুন-
ICC Rankings: অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত
India Vs Australia: শুবমান-রুতুরাজের দুরন্ত ব্যাটিং, মোহালিতে সহজ জয় ভারতের
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের