মাত্র ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মালয়েশিয়া মাত্র ১ রান তোলে। তার পরই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। ম্যাচে বিজয়ী ঘোষিত হয় ভারত।
ম্যাচের আগেও বৃষ্টি, মাঝেও বৃষ্টি আর পরও বৃষ্টি। সব মিলিয়ে ১৫ ওভারের ম্যাচে ডাকওয়র্থ লুইসে মালয়েশিয়ার বিরুদ্ধে জিতে সেমিফাইনালে চলে গেল ভারত। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছেন সবাই। মাত্র ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মালয়েশিয়া মাত্র ১ রান তোলে। তার পরই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। ম্যাচে বিজয়ী ঘোষিত হয় ভারত।
চিনের হ্যাংঝাউয়ের মাঠে এ দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। ভারতের খেলা ছিল স্থানীয় সময় সকাল ৯টা থেকে। কিন্তু খেলা শুরুই করা যায়নি বৃষ্টির প্রকোপে। শেষ পর্যন্ত খেলা শুরু হলে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ২০ ওভারের বদলে ১৫ ওভারের ম্যাচ করা হবে। দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা মিলে ২৯ বলে ৫০ রানের জুটি গড়েন। দলীয় ৫৭ রানের মাথায় ১৬ বলে ২৭ করে ফেরেন মান্ধানা। বষ্টিতে বেশ কিছুটা সময় নষ্ট হওয়ার পর খেলা আবার শুরু হয়।
নিজের নামের প্রতি সুবিচার করে শেফালি বর্মা সবচেয়ে বেশি নির্দিয় ছিলেন মালয়েশিয়ার বোলারদের প্রতি। চারটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৬৭ রান করে আউট হন তিনি। শেফালি ফেরার পর আক্রমণের দায়িত্ব নেন জেমাইমা রদ্রিগেস। মাত্র ২৯ বলে ৪৭ রান করেন জেমাইমা। উইকেটকিপার বাংলার মেয়ে রিচা ঘোষও ছিলেন মারকুটে মেজাজে। মাত্র ৭ বলে ২১ রান করেন রিচা। সব মিলিয়ে মালয়েশিয়াকে ভারতের সামনে নেহাতই সাদামাটা দেখিয়েছে।
মালয়েশিয়ার ব্যাট করতে নামতেই ফের বৃষ্টি শুরু হয়। মাত্র ১ রান ওঠে বোর্ডে। তার পর আৎ খেলা শুরু করা যায়নি। সেমিফাইনালেও খেলবেন না হরমনপ্রীত কউর। নির্বাসনের কারণে হরমনপ্রতীকে ফাইনালের আগে পাওয়া যাবে না।