বল-বিকৃতিকাণ্ডের জেরে অধিনায়কত্ব খোয়ানোর পর ফের অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের পরিবর্তে দায়িত্ব পালন করছেন স্মিথ।
দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের পরেই মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য সিডনি ফিরে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইতিমধ্যে তাঁর মা প্রয়াত হয়েছেন। তারপর ভারতে ফিরে আসেননি কামিন্স। ইন্দোর ও আমেদাবাদ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। এবার ওডিআই সিরিজেও অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকছেন স্মিথই। কারণ, ভারতে ফিরছেন না কামিন্স। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, 'প্যাট ভারতে ফিরে আসছে না। ওর বাড়িতে যে সমস্যা তৈরি হয়েছে, সেটা সামাল দিতে হচ্ছে। প্যাট ও তাঁর পরিবারকে শোকের আবহের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা ওদের পাশে আছি।' ওডিআই সিরিজে কামিন্সের পরিবর্তে কাউকে নেওয়া হয়নি। চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড ও ঝাই রিচার্ডসন। হ্যাজেলউডের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে শন অ্যাবটকে। রিচার্ডসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাথান এলিসকে। চোট সারিয়ে দলে ফিরছেন ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।
এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। ওডিআই সিরিজকে সেই প্রতিযোগিতার প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেখছে অস্ট্রেলিয়া দল। ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমরা যেভাবে খেলতে চাই এবং যেভাবে দলে ভারসাম্য আনতে চাই, সে ব্যাপারে একাধিকবার আলোচনা করেছি। আমাদের দলে ৮ জন ব্য়াটারকে রাখতে চাইছি, যাতে ব্যাটিংয়ে গভীরতা বাড়ে। আমরা ইতিমধ্যেই খেলে দেখেছি। বিশ্বকাপের আগে দলে একাধিক কম্বিনেশন তৈরি করতে চাইছি। আমাদের দলে একাধিক অলরাউন্ডারকে নেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে কাদের দলে রাখা যাবে, সেটা নিয়ে আলোচনা চলছে।’
ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল- স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স কেরি, শন অ্যাবট, অ্যাশটন আগর, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, ঝস ইনগ্লিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্য়াচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রবিবার দ্বিতীয় ম্যাচ বিশাখাপত্তনমের ওয়াই এস রাজা রেড্ডি স্টেডিয়ামে। আগামী বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ফলে হারিয়ে দিয়েছে ভারত। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। কোমরের চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার।
আরও পড়ুন-
ওভালের পিচ অস্ট্রেলিয়ার মতোই থাকবে, ভারতকে হুঁশিয়ারি স্টিভ স্মিথের
চোট সারাতে অস্ত্রোপচার করাতে হলে এবারের আইপিএল-এ খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার
হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ