সংক্ষিপ্ত
চোট সারিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে জাতীয় দলে ফেরেন শ্রেয়াস আইয়ার। কিন্তু ফের চোট পেলেন শ্রেয়াস। ফলে আমেদাবাদ টেস্ট ম্যাচের শেষ দু'দিন খেলতে পারেননি এই ব্যাটার।
ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের চোটের অবস্থা খুব একটা ভালো নয়। তাঁকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনই জানালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আমেদাবাদ টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর রোহিত বলেছেন, 'বেচারা শ্রেয়াস আইয়ার। ওর এভাবে চোট পাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ওকে ব্যাটিং করতে নামার জন্য সারাদিন অপেক্ষা করতে হয়। তারপর যখন দিন শেষ হয়, তখন ওর কোমরে সমস্যা ধরা পড়ে। ওকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়। ওর স্ক্যানের রিপোর্টে ঠিক কী বলা হয়েছে আমি জানি না। তবে ওর চোটের অবস্থা দেখে ভালো মনে হচ্ছে না। চোটের জন্যই ও আমাদের সঙ্গে নেই। ফলে ও এখন কেমন আছে বা ওর সুস্থ হয়ে উঠতে কতদিন লাগবে সেটা বলতে পারছি না। ও কবে দলে ফিরবে সেটাও জানি না। তবে এই ধরনের চোট দেখে ভালো লাগে না। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং দলে ফিরে আবার খেলবে।'
চোটের জন্য আমেদাবাদ টেস্ট ম্যাচের চতুর্থ দিন ভারতের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামতে পারেননি শ্রেয়াস। সোমবার পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, এদিনও মাঠে নামতে পারবেন না এই ব্যাটার। শ্রেয়াসের বদলে ফিল্ডিং করতে নামেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষ হওয়ার পর সতীর্থদের চোটের ব্যাপারে রোহিতকে প্রশ্ন করা হয়। তিনি তখন জানান, শ্রেয়াসের অবস্থা ভালো নয়। তবে বিরাট কোহলির চোট নেই বলেই জানালেন ভারতের অধিনায়ক। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া মজার জায়গা। সোশ্যাল মিডিয়ায় অনেককিছু দেখা যায়। সবকিছুর জবাব দিতে নেই।’
ভারতীয় দল সূত্রে খবর, শ্রেয়াস এখন ভালোভাবে হাঁটতে পারছেন না। তাঁর চোটের যা অবস্থা, তাতে আইপিএল-এর প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। তাঁকে যদি চোট সারানোর জন্য অস্ত্রোপচার করাতে হয়, তাহলে অন্তত ৩-৪ মাস মাঠের বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে আইপিএল-এর কোনও ম্যাচেই তাঁকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। ফলে শ্রেয়ারের পরিবর্ত হিসেবে অন্য় কাউকে খেলাতে বাধ্য হবে কেকেআর। সম্প্রতি একাধিকবার চোট পেয়েছেন শ্রেয়াস। তিনি ফের চোট পাওয়ায় ভারতীয় দলের পাশাপাশি কেকেআর শিবিরও হতাশ। সবাই শ্রেয়াসের মাঠে ফেরার অপেক্ষায়।
আরও পড়ুন-
Ind Vs Aus 4th Test Match: নিরুত্তাপ ড্র আমেদাবাদ টেস্ট ম্যাচ, সিরিজ ২-১
ওডিআই ফর্ম্য়াটের জনপ্রিয়তা বাঁচিয়ে রাখতে হলে ৪০ ওভারের করে দেওয়া হোক, পরামর্শ শাস্ত্রীর
হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ