বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে পরিকল্পনা শুরু ভারতের, একনজরে সেরা ১০

পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ফের বর্ডার-গাভাসকর ট্রফিও জিতলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। জুনে ফের ভারত-অস্ট্রেলিয়া লড়াই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

৯ জুন লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল। সেই ম্যাচে ভারতীয় দলে যাঁরা থাকবেন, তাঁরা প্রস্তুতির জন্য দলের সঙ্গে না নিয়ে আগেই চলে যেতে পারেন। এমনই জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বক্তব্য, যে দলগুলি আইপিএল-এর প্লে অফে পৌঁছতে পারবে না সেই দলগুলিতে থাকা যে ক্রিকেটাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে ভারতীয় দলে থাকলে আইপিএল-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার পরেই ইংল্যান্ড রওনা হতে পারেন। সব ক্রিকেটারের সঙ্গেই যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক। বর্ডার-গাভাসকর ট্রফিতে যে দল খেলল, সেই দলে খুব বেশি বদল হচ্ছে না। হয়তো দু-তিনটি বদল হতে পারে।

Latest Videos

বর্ডার-গাভাসকর ট্রফি

টানা ৪ বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতল ভারতীয় দল। এবারের সিরিজে নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচে জয় পায় ভারত। এরপর অবশ্য ইন্দোর টেস্ট ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। আমেদাবাদে সিরিজের শেষ ম্যাচ ড্র হল। ফলে সিরিজে ২-১ জয় পেল ভারতীয় দল।

বিস্তারিত দেখুন-

ওডিআই সিরিজে নেই শ্রেয়াস আইয়ার

কোমরের চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার। এমনকী, আইপিএল-এর প্রথম কয়েকটি ম্যাচেও হয়তো খেলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা। তাঁর চোটের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন রোহিত শর্মা।

বিস্তারিত দেখুন-

আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান

গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-কে টাইব্রেকারে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। সোমবার সেমি ফাইনালের দ্বিতীয় লেগ নির্ধারিত সময় ও এক্সট্রা টাইমে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় সবুজ-মেরুন।

বিস্তারিত দেখুন-

ফের হার আরসিবি-র

উইমেনস প্রিমিয়ার লিগে ফের হার স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। সোমবার পঞ্চম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল আরসিবি। এই হারের দায় নিচ্ছেন অধিনায়ক স্মৃতি। তিনি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না।

বিস্তারিত দেখুন-

পাকিস্তানের অধিনায়ক থাকছেন বাবর

নিজে থেকে সরে না যাওয়া পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক পদে থাকছেন বাবর আজম। তাঁর বদলে অন্য কাউকে অধিনায়ক করার কথা ভাবছে না পিসিবি। এমনই জানালেন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি। তিনি বাবরের উপর আস্থা রাখছেন।

জয় শ্রীরাম বিতর্ক

আমেদাবাদ টেস্ট ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে মহম্মদ সামির উদ্দেশ্যে কয়েকজন দর্শক জয় শ্রীরাম ধ্বনি দেন বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখা গিয়েছে। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছু জানতেন না।

জার্সি উপহার বিরাটের

আমেদাবাদ টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার উসমান খাজা, অ্যালেক্স কেরিকে স্বাক্ষরিত জার্সি উপহার দিলেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফির স্মারক হিসেবেই তিনি জার্সি উপহার দিলেন। আমেদাবাদ টেস্ট ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট।

মহম্মদ সালাহর ভিলায় চুরি

মিশর ও লিভারপুলের তারকা স্ট্রাইকার মহম্মদ সালাহর ভিলায় হানা দিল চোর। কায়রোয় সালাহর ভিলায় যখন কেউ ছিলেন না সেই সুযোগ নিয়ে টিভি রিসিভার নিয়ে যায় চোর। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফের জার্মানিকে হারাল ভারত

এফআইএইচ প্রো লিগে পরপর দু'বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিল ভারত। সোমবার জার্মানিকে ৬-৩ উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ভারত। ৭ ম্যাচে ভারতের পয়েন্ট ১৭। স্পেনের চেয়ে গোলপার্থক্যে এগিয়ে ভারত।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের