সংক্ষিপ্ত
ওডিআই বিশ্বকাপে সাফল্যের বিচারে অস্ট্রেলিয়ার ধারেকাছে কোনও দল নেই। কিন্তু এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার এই অধরা খেতাব জিততে মরিয়া স্টিভ স্মিথরা।
ভারতের কাছে পরপর ৪ বার টেস্ট সিরিজে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে হোক বা অস্ট্রেলিয়া সফরে, টানা জিতে চলেছে ভারতীয় দল। এবারও ২-১ ফলে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া লড়াই। এবার অস্ট্রেলিয়াই জয় পাবে বলে বলে আত্মবিশ্বাসী স্টিভ স্মিথ। আমেদাবাদ টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, 'দলের সবাই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আমরা সবাই ভালো খেলতে মরিয়া। আমরা ভারতকে দেখেছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড জেতার পরেই ভারত ফাইনালে পৌঁছে গিয়েছে। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচও দুর্দান্ত হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেট যেমন থাকে ওভালের উইকেটও সেরকমই থাকবে। আমরা সবাই এই ম্যাচ খেলতে নামার জন্য মুখিয়ে আছি।'
গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল সাদাম্পটনে। পেসারদের সহায়ক উইকেটে ভারতীয় দল বিশেষ সুবিধা করতে পারেনি। এবার ওভালে যে সময় এই ম্যাচ হবে, তখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন পেসাররা। যদিও ইংল্যান্ডের যে কয়েকটি মাঠের পিচ থেকে স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন তার অন্যতম ওভাল। এখানে বরাবরই টেস্ট ম্যাচের তৃতীয় দিনের পর থেকে স্পিনাররা বাড়তি সুবিধা পান। এ প্রসঙ্গে স্মিথ বলেছেন, 'ওভালের উইকেট থেকে স্পিনাররা কিছুটা সাহায্য পায়। বিশেষ করে ম্যাচের শেষদিকে স্পিনাররা সাহায্য় পায়। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কী ধরনের উইকেট থাকবে সেটা এখনই বলতে পারছি না। তবে ক্রিকেট খেলার জন্য ওভাল খুব ভালো জায়গা।'
ওভালে খেলা প্রসঙ্গে স্মিথ আরও বলেছেন, ‘ইংল্যান্ডের উইকেটগুলির মধ্যে ওভালে পেস ও বাউন্স বেশি থাকে। অস্ট্রেলিয়ার উইকেটে যেরকম পেস ও বাউন্স থাকে, ওভালের উইকেটেও সেরমকই পেস ও বাউন্স থাকে। ফলে আশা করি দুর্দান্ত টেস্ট ম্যাচ হবে। দলের সবাই ভালো খেলতে মরিয়া।’
স্মিথ যতই ওভালে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকুন না কেন, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের যে পারফরম্যান্স, তাতে বিরাট কোহলি, রোহিত শর্মাদেরও আত্মবিশ্বাসী হয়ে ওঠার যথেষ্ট কারণ আছে। পরপর দু'বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। দেশের মাটিতেও ভারতের পারফরম্যান্স বেশ ভালো। এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ওভালের উইকেট থেকে সামান্য সহায়তা পেলেই তাঁরা অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলে দিতে পারবেন।
আরও পড়ুন-
চোট সারাতে অস্ত্রোপচার করাতে হলে এবারের আইপিএল-এ খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার
Ind Vs Aus 4th Test Match: নিরুত্তাপ ড্র আমেদাবাদ টেস্ট ম্যাচ, সিরিজ ২-১
হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ