Ind Vs Aus 2nd Test Match Live Score Updates: খাজার অর্ধশতরান, লাঞ্চে অস্ট্রেলিয়া ৯৪/৩

Published : Feb 17, 2023, 11:40 AM ISTUpdated : Feb 17, 2023, 12:27 PM IST
Team india

সংক্ষিপ্ত

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালোই লড়াই করছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। পাল্টা লড়াই করছে ভারতও।

প্রথম টেস্টের মতো অসহায় আত্মসমর্পণ নয়, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম সেশনে লড়াই করল অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজের বিরতির সময় অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৯৪। ৫০ রান করে অপরাজিত উসমান খাজা। আউট হয়ে গিয়েছেন ডেভিড ওয়ার্নার (১৫), মার্নাস লাবুশেন (১৮) ও স্টিভ স্মিথ (০)। ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অপর উইকেট নিয়েছেন মহম্মদ সামি। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার ও খাজা। সপ্তম ওভারে অশ্বিনকে আক্রমণে আনেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পরে অপর এক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাকেও আক্রমণে আনেন রোহিত। সাফল্য পেতে দেরি হয়নি। তবে ভারতের হয়ে প্রথম উইকেট পান মহম্মদ সামি। তাঁর বলে উইকেটকিপার কে এস ভরতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ওপেনার সাবলীলভাবে ব্যাটিং করছিলেন। তিনি আউট হয়ে যেতে ভারতের সুবিধা হয়।

সামি দলকে প্রথম সাফল্য এনে দেওয়ার পর জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন অশ্বিন। তিনি একই ওভারে জোড়া উইকেট নেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৩-তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লু হয়ে যান লাবুশেন। এরপর এই ওভারের শেষ বলে ভরতের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান স্মিথ। মধ্যাহ্নভোজের বিরতির সময় অপরাজিত খাজা ও ট্রেভিস হেড (১)।

প্রথম সেশনে বেশ ভালো লড়াই হল। দিল্লির পিচে ভালোই বাউন্স আছে। তবে পিচ কিছুটা মন্থর। শুরুতে শামির বাউন্সারে সমস্যায় পড়েন ওয়ার্নার। তাঁর হাতে আঘাতও লাগে। তবে ম্যাচ যত গড়াবে বাউন্স ও গতি কমে যেতে পারে। সেক্ষেত্রে ভারতের স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারতীয় দলকে যদি এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে হয়, তাহলে অস্ট্রেলিয়ার তিন স্পিনারের বোলিং সামাল দেওয়া সহজ হবে না। সেই কারণে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে যত কম রানে সম্ভব অলআউট করে দিতে হবে। নাগপুরের মতোই প্রথম ইনিংসে বড় স্কোর করা ভারতের ব্যাটারদের লক্ষ্য থাকবে।

প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া দল। ভারতের স্পিনারদের সামাল দেওয়ার জন্য ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন খাজা, ওয়ার্নাররা। তবে অশ্বিন-জাদেজারাও তৈরি। অস্ট্রেলিয়াকে যত কম রানে সম্ভব অলআউট করে দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য়।

আরও পড়ুন-

স্ত্রী ও ছেলেকে নিয়ে উদয়পুর থেকে মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরলেন হার্দিক পান্ডিয়া

পৃথ্বী শ-কে হেনস্থা, মারধরের অভিযোগ, গ্রেফতার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল

উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টর সানিয়া মির্জা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে