Ind Vs Aus 2nd Test Match: দিল্লিতে টসে জিতে প্রথমে ব্যাটিং অস্ট্রেলিয়ার

নাগপুরে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর এবার দিল্লিতেও একইরকম পারফরম্যান্স দেখানোর চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে। দ্বিতীয় টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্যেই মাঠে নামছেন ভারতীয় ক্রিকেটাররা। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হল ম্যাথু কুনেম্যানের। এটি চেতেশ্বর পূজারার শততম টেস্ট ম্যাচ। ভারতীয় দল এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইছে। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। সূর্যকুমার যাদবের বদলে খেলছেন শ্রেয়াস আইয়ার। মিডল অর্ডারকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে একাধিক বদল হয়েছে। ম্যাট রেনশর বদলে দলে এসেছেন ট্রেভিস হেড। স্কট বোল্যান্ডের বদলে খেলছেন কুনেম্যান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর পর বলেন, ‘পিচে ঘাস আছে তবে সেটা খুব একটা বেশি বলে মনে হচ্ছে না। উইকেট থেকে সাহায্য পাবে স্পিনাররা। ফলে সবাইকেই পরীক্ষার মুখে পড়তে হবে। এই ম্যাচে আমাদের দলে নেই ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম। পিচ দেখে শুকনো বলেই মনে হচ্ছে। আমরা গত ম্যাচে যেভাবে খেলেছি তাতে টসে হারলেও সমস্যা হবে বলে মনে হয় না। আমাদের মাঠে নেমে ভালো খেলতে হবে। আমরা সবাই সেটা নিয়েই আলোচনা করছিলাম। টস নিয়ে আমরা ভাবছি না। পূজারার শততম টেস্ট ম্যাচ নিয়ে আমরা সবাই উচ্ছ্বসিত। ওর পরিবার এখানে আছে। ১০০ টেস্ট ম্যাচ খেলা সহজ নয়। ওর কেরিয়ারে অনেক উত্থান-পতন আছে।’

Latest Videos

ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, কে এস ভরত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া দল- ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স (অধিনায়ক), টড মারফি, নাথান লিয়ন ও ম্যাথু কুনেম্যান।

এই ম্যাচে অস্ট্রেলিয়া দল তিনজন স্পিনার ও একজন পেসারকে নিয়ে খেলছে। নাগপুরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মারফি। তবে তারপরেও জয় পেতে ভারতীয় দলের কোনও সমস্যা হয়নি। অস্ট্রেলিয়া যেমন তিন স্পিনার নিয়ে খেলছে, তেমনই ভারতীয় দলেও তিনজন স্পিনার আছেন। অশ্বিন, জাদেজা, অক্ষরও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। এই ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে এগিয়ে যাওয়াই ভারতের লক্ষ্য।

আরও পড়ুন-

ভারতের পিচে মানিয়ে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার স্পিনাররা, স্বীকার কামিন্সের

বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

সেলফি তুলতে অস্বীকার করা নিয়ে বচসা, মুম্বইয়ের রাস্তায় আক্রান্ত পৃথ্বী শ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury