সংক্ষিপ্ত

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমের জন্য ক্রিকেটারদের নিলামের পর সূচিও প্রকাশিত হয়েছে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজিই সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই লিগ সফলভাবে আয়োজন করতে সবরকম চেষ্টা করছে বিসিসিআই।

উইমেনসস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হল টেনিস তারকা সানিয়া মির্জাকে। বুধবার আরসিবি-র পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। আরসিবি-র ট্য়ুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, 'ভারতীয় ক্রীড়ায় মহিলাদের মধ্যে প্রথম, যুবসমাজের আদর্শ, সারা কেরিয়ারে সব বাধা অতিক্রম করে এগিয়ে চলা, মাঠে ও মাঠের বাইরে চ্যাম্পিয়ন সানিয়া মির্জাকে আমরা আরসিবি-র মহিলা দলের মেন্টর হিসেবে স্বাগত জানাচ্ছি।' হায়দরাবাদের মেয়ে সানিয়া ৬ বছর বয়স থেকে টেনিস খেলা শুরু করেন। তবে ক্রিকেটের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগ আছে। তাঁর স্বামী শোয়েব মালিক পাকিস্তানের নামী ক্রিকেটার। সেই কারণে ক্রিকেটের সব খবর রাখেন সানিয়া। তিনি দু'দশক ধরে পেশাদার টেনিস খেলছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরসিবি-র মহিলা দলের ক্রিকেটারদের সাহায্য করতে পারবেন বলে আশা করা হচ্ছে। নতুন ভূমিকায় সানিয়া সফল হবেন বলেই আশা আরসিবি-র।

নিজের এই নতুন ভূমিকা প্রসঙ্গে সানিয়া বলেছেন, 'মেন্টর হিসেবে আরসিবি-র মহিলা দলে যোগ দিয়ে ভালো লাগছে। উইমেনস প্রিমিয়ার লিগের মাধ্যমে ভারতের মহিলা ক্রিকেট বদলে যাচ্ছে। এই বৈপ্ললিক পরিবর্তনের একটি অংশ হতে পেরে আমি খুব খুশি। আরসিবি ও এই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ডের আদর্শের সঙ্গে আমার চিন্তাভাবনা মিলে যায়। আমি যেভাবে কেরিয়ারে এগিয়ে গিয়েছি সেভাবেই এগোতে চাইছে আরসিবি। আমি টেনিস থেকে অবসরের পরেও খেলায় অবদান রাখতে চাইছি।'

সানিয়া আরও বলেছেন, ‘আরসিবি জনপ্রিয় দল। বছরের পর বছর ধরে আইপিএল-এ বিপুল জনসমর্থন পেয়ে আসছে আরসিবি। উইমেনস প্রিমিয়ার লিগে আরসিবি দল গঠন করেছে দেখে আমার খুব ভালো লাগছে। এই লিগ দেশে মহিলাদের খেলাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। এই লিগের মাধ্যমে মহিলা ক্রিকেটারদের সামনে নতুন দরজা খুলে যাচ্ছে এবং তরুণী ও কন্যাসন্তানের অল্পবয়সি বাবা-মাকে খেলাকে প্রথম পছন্দের কেরিয়ার হিসেবে বেছে নিতে সাহায্য করবে।’

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে বেশ শক্তিশালী দল গড়েছে আরসিবি। ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিসি পেরি, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক হেদার নাইট, নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইনের মতো ক্রিকেটারদের দলে নিয়েছে আরসিবি। স্মৃতি এই লিগের সবচেয়ে দামী ক্রিকেটার। তিনি ৩.৪০ কোটি টাকা দর পেয়েছেন। ৫ মার্চ প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে আরসিবি। স্মৃতিদের ভালো পারফরম্যান্সের ব্যাপারে সাহায্য করবেন সানিয়া।

আরও পড়ুন-

উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম, ৩.৪০ কোটি টাকা দিয়ে স্মৃতি মন্ধানাকে নিল আরসিবি

প্রথম ম্যাচে গুজরাটের সামনে মুম্বই, ঘোষিত উইমেনস প্রিমিয়ার লিগের সূচি

'নমস্কার বেঙ্গালুরু', সমর্থকদের বার্তা নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া স্মৃতির