অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন ভালো জায়গায় থাকলেও, দ্বিতীয় দিনের প্রথম সেশনে কিছুটা চাপে পড়ে গেল ভারতীয় দল। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াতে হবে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম সেশনে ৪ উইকেট খুইয়ে বসল ভারতীয় দল। বিনা উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করার পর মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৮৮। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৭৫ রানে পিছিয়ে ভারতীয় দল। ক্রিজে বিরাট কোহলি (১৪) ও রবীন্দ্র জাদেজা (১৫)। এই জুটি বড় স্কোর করতে পারলে আবার ভালো জায়গায় পৌঁছে যাবে ভারতীয় দল। অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনও ব্যাটিং করতে নামবেন। এই দুই স্পিনারের ব্যাটিংয়ের হাত যথেষ্ট ভালো। ফলে তাঁদের উপর ভরসা রাখাই যায়। নাগপুর টেস্টে মহম্মদ সামিও ভালো ব্যাটিং করেছিলেন। ফলে তিনিও রান করতে পারেন। উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত নাগপুরে বড় রান পাননি। দিল্লিতে তিনি রান করার চেষ্টা করবেন। তবে তিনি এখনও নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠতে পারেননি। ফলে বিরাটের ক্রিজে টিকে থাকা জরুরি।
এদিন ভারতের প্রথম উইকেট পড়ে দলের ৪৬ রানের মাথায়। ব্যক্তিগত ১৭ রানে এলবিডব্লু হয়ে যান কে এল রাহুল। ৪১ বল খেলে ১৭ রান করেন এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল একটি ওভার-বাউন্ডারি। নাগপুর টেস্টেও বড় রান করতে পারেননি রাহুল। দিল্লিতেও ব্যর্থ হলেন তিনি। সহ-অধিনায়ক হওয়ার সুবাদে খেলে যাচ্ছেন রাহুল। ভালো পারফরম্যান্স দেখানোর পরেও সুযোগ পাচ্ছেন না শুবমান গিল।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ নিচু হয়ে যাওয়া একটি বলে বোল্ড হয়ে যান তিনি। ৬৯ বলে ৩২ রান করেন রোহিত। তাঁর ইনিংসে ছিল দু'টি বাউন্ডারি।
রোহিত আউট হয়ে যাওয়ার এক বল পরেই এলবিডব্লু হয়ে যান চেতেশ্বর পূজারা। শততম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৭ বলে খেলে কোনও রানই করতে পারলেন না পূজারা।
সূর্যকুমার যাদবের বদলে চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়াস আইয়ারকে এই ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনের মুহূর্তে দলকে ভরসা দিতে পারলেন না শ্রেয়াস। তিনি ১৫ বল খেলে করেন ৪ রান। ফরোয়ার্ড শর্ট লেগে অসাধারণ ক্যাচ নেন পিটার হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেটই নেন অফস্পিনার নাথান লিয়ন। তিনি এদিন প্রথম সেশনে অসাধারণ বোলিং করেন।
দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলছেন বিরাট। তিনি বড় স্কোর করতে মরিয়া। অস্ট্রেলিয়ার স্পিনারদের সামাল দেওয়ার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন বিরাট।
আরও পড়ুন-
পড়া, বাড়ির কাজ, ছাগল চড়ানোর ফাঁকেই চলছে খেলা, রাজস্থানের কিশোরীর ব্যাটিংয়ে মুগ্ধ সচিন
চেতন শর্মার পদত্যাগ, কার্যনির্বাহী প্রধান নির্বাচক হতে পারেন শিবসুন্দর দাস
Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা