স্টিং অপারেশনে বিতর্কিত মন্তব্যের জের, পদ খোয়াতে পারেন চেতন শর্মা

রাজনীতির জগতে একাধিকবার স্টিং অপারেশন দেখা গিয়েছে। কিন্তু এবার স্টিং অপারেশনের জেরে তোলপাড় ভারতীয় ক্রিকেটে। প্রধান নির্বাচক চেতন শর্মা ভারতীয় দল ও বিসিসিআই সম্পর্কে অনেক বিতর্কিত মন্তব্য করেছেন।

স্টিং অপারেশনে বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া সম্পর্কে বিতর্কিত মন্তব্য এবং দলের গোপন তথ্য প্রকাশ্যে আনার জেরে প্রধান নির্বাচক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে চেতন শর্মাকে। বিসিসিআই-এর পক্ষ থেকে অবশ্য এখনও সরকারিভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে বিসিসিআই সূত্রে খবর, সরিয়ে দেওয়া হতে পারে চেতনকে। তিনি যে ধরনের মন্তব্য করেছেন, তাতে বিসিসিআই ও ভারতীয় ক্রিকেট দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই মনে করেন বিসিসিআই কর্তারা। তাঁরা জানিয়েছেন, প্রধান নির্বাচক পদে থেকে সংবাদমাধ্যমে এভাবে মুখ খুলতে পারেন না চেতন। কিন্তু তিনি সেটাই করেছেন। সেই কারণেই পদ খোয়াতে পারেন প্রধান নির্বাচক। এর আগে যখন বিসিসিআই নির্বাচক কমিটি ভেঙে দিয়েছিল, তারপরেও রেখে দেওয়া হয় চেতনকে। নতুন নির্বাচক কমিটিতেও রাখা হয় তাঁকে। কিন্তু এবার বিতর্কের জেরে সরতে হতে পারে তাঁকে। 

সৌরভ ও বিরাট সম্পর্কে চেতন বলেছেন, ‘যখন কেউ বড় ক্রিকেটার হয়ে যায়, তখন সে মনে করে যা খুশি করতে পারে এবং যে কারও সঙ্গে টক্করে যেতে পারে। সেই কারণেই তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ করে বিরাট কোহলি। সৌরভ কখনও এ ব্যাপারে আমাকে কিছু বলেননি। কিন্তু তাঁর বিরুদ্ধে নানা মন্তব্য করে বিরাট। যখন একজন ক্রিকেটার জনপ্রিয় হয়ে যায়, তখন সে নিজেকে বোর্ডের চেয়েও বড় মনে করে। সে মনে করে, কেউ তাকে ছুঁতে পারবে না। ও মনে করে, ও না থাকলে ভারতে ক্রিকেট বন্ধ হয়ে যাবে। কিন্তু কখনও কি সেটা হয়েছে? আমাদের অনেক বড় তারকা ক্রিকেটার দলে এসেছেন এবং চলে গিয়েছেন। কিন্তু ক্রিকেট একইরকম আছে। একজন ক্রিকেটার কখনও বিসিসিআই সভাপতির বিরুদ্ধাচারণ করতে পারে না। কারণ, বিসিসিআই সভাপতি বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করেন। এই পদকে সম্মান জানাতে হবে।’

Latest Videos

বিরাট ও রোহিতের সম্পর্ক নিয়ে চেতন বলেছেন, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে কোনও লড়াই নেই। তবে ওদের ইগোর সমস্যা আছে। বড় চলচ্চিত্র তারকা অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর মতোই ব্যাপারটা।’

হার্দিক সম্পর্কে চেতন বলেছেন, ‘খেলোয়াড়রা আমার বাড়িতে এসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। হার্দিক পান্ডিয়া একদিন আমার বাড়িতে এসে সোফায় শুয়েছিল। সেই অবস্থাতেই ও আমার সঙ্গে কথা বলছিল। হার্দিক পান্ডিয়া ভারতের ভবিষ্যৎ। ও সবচেয়ে বিনয়ী ক্রিকেটার। ও কয়েকদিন আগেই আমার বাড়িতে এসেছিল।’

আরও পড়ুন-

সৌরভের সঙ্গে ইগোর লড়াই ছিল বিরাটের, স্টিং অপারেশনে বিস্ফোরক চেতন শর্মা

ফের অসাধারণ লড়াই রিচা ঘোষের, ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেট হারিয়ে দিল ভারত

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে