অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় জয় ভারতের, ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ভারতের । প্রথম ইনিংসে ৫ উইকেট ও ৭০ রানের পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা ।

Share this Video

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ভারতের চেয়ে ২২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩২.৩ ওভারের মধ্যেই ৯১ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সামি। ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিলেন অশ্বিন। ৭ উইকেট হল জাদেজার। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন একমাত্র স্টিভ স্মিথ। এই অভিজ্ঞ ব্যাটার ২৫ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ ব্যাটার দুই অঙ্কের রান করেন। তার ফলে সহজ জয় পেল ভারত।

Related Video