
India vs Australia Series 2025: বিশেষ শর্ত আরোপ করা হল ভারতের দুই কিংবদন্তি ব্যাটারের উপর (india vs australia series 2025)। আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগেই এবার বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর শর্ত চাপাল ভারতীয় ক্রিকেট বোর্ড (ind vs aus odi squad 2025)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রয়েছেন এই দুই ব্যাটার। কিন্তু তারপর আর কতদিন দেশের জার্সিতে খেলবেন তারা? আগামী ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে যদি তাদের খেলতে হয়, তাহলে মানতে হবে শর্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট-রোহিতকে একটি শর্ত দিয়েছে।
বিসিসিআই চাইছে যে, ঘরোয়া ক্রিকেটে আরও বেশি করে মন দিক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজের পর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া। আবার তারপরেি রয়েছে নিউজ়িল্যান্ড সিরিজ়।
সেই দুই সিরিজ়ের মাঝে প্রায় একমাসের বেশি সময় রয়েছে তাদের হাতে। আর ঠিক সেইসময়, বিজয় হজারে ট্রফির ম্যাচগুলি হবে। বোর্ড চাইছে, সেখানে রোহিত এবং কোহলি দুজনেই নামুন।
সংবাদ সংস্থা পিটিআই-কে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, “আগামী ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ। এরপর নিউজ়িল্যান্ড সিরিজ় শুরু হবে ১১ জানুয়ারি থেকে। ফলে, মাঝখানে প্রায় পাঁচ সপ্তাহ ফাঁকা আছে। এই সময়টায় ঘরোয়া ক্রিকেট খেলতে হবে রোহিত এবং কোহলিকে।”
সেই কর্তার কথায়, "বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর থেকে। আর ভারতের এই দুটি সিরিজ়ের মাঝে বিজয় হজারে ট্রফির মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে অন্তত তিনটি ম্যাচ খেলতেই হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তবেই একমাত্র বিশ্বকাপের জন্য ওদের নাম ভেবে দেখা হবে।”
অর্থাৎ, এই দুই ভারতীয় ব্যাটারের উপর এবার বিশেষ শর্ত আরোপ করা হল বিসিসিআই-এর তরফ থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।