India vs Australia T20: কেন মাত্র এক ঘণ্টার অপেক্ষা? তারপরেই ঘোষণা ম্যাচ পরিত্যক্ত! নেপথ্যের যুক্তি

Published : Oct 29, 2025, 06:03 PM ISTUpdated : Oct 29, 2025, 06:13 PM IST
India vs Australia 1st T20I Called off

সংক্ষিপ্ত

India vs Australia T20: মোট দুবার বৃষ্টি এসেছে ক্যানবেরায়। প্রথমক্ষেত্রে ওভার কমানো হয়েছে এবং দ্বিতীয়বারের পর আর খেলাই শুরু করা যায়নি। পুরোপুরিভাবে ভেস্তে গেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-২০ ম্যাচটি।

India vs Australia T20: ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু হল বুধবার থেকে (India vs Australia 1st T20)। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিই আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করলেন (ind vs aus t20 2025)। তাও মাত্র এক ঘণ্টা করে। আরও একটু কি অপেক্ষা করা যেত না? নেপথ্যের কারণ আসলে কী?

পুরোপুরিভাবে ভেস্তে গেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-২০ ম্যাচটি

মোট দুবার বৃষ্টি এসেছে ক্যানবেরায়। প্রথমক্ষেত্রে ওভার কমানো হয়েছে এবং দ্বিতীয়বারের পর আর খেলাই শুরু করা যায়নি। পুরোপুরিভাবে ভেস্তে গেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-২০ ম্যাচটি। 

কিন্তু বৃষ্টি থেমে গেলেও রাত ১১টার পর ম্যাচ শুরু করা কার্যত, অসম্ভব ছিল। কেন? কারণ জানুন। আসলে প্রত্যেকদিন রাতে, ক্যানবেরাতে ফ্লাডলাইট কার্ফু জারি করা হয়। এই মাঠের চারদিকে অনেক বসতি রয়েছে। তাই প্রতিদিন ঠিক রাত ১১টার পর, নিজে থেকেই ক্যানবেরা স্টেডিয়াম তথা মানুকা ওভালের ফ্লাডলাইটের আলো নিভিয়ে দেওয়া হয়। 

রাত ১০:২০ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করতে হবে?

সেইজন্য, বৃষ্টির পর খেলা শুরু হলেও রাত ১১টার পর আর ম্যাচ করা যেত না। ভারতের ইনিংস চলছে তখন। ম্যাচে ৫ ওভারের পর, প্রথম বৃষ্টি আসে। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে সেই সময়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, দুই দলের থেকেই ২ ওভার করে কমিয়ে দেওয়া হবে। 

পরে ৯.৪ ওভারের পর আবার বৃষ্টি শুরু হয়। কিন্তু এবার বৃষ্টির তীব্রতা অনেক বেশি থাকায়, তা কিছুতেই থামছিল না। এদিকে সময়ই ক্রমশ কমে আসছিল। একটা সময় জানা যায় যে, ৫ ওভারের খেলা করাতে গেলেও স্থানীয় সময় রাত ১০:২০ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করতে হবে। তবেই একমাত্র রাত ১১টার মধ্যে খেলা শেষ করা সম্ভব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম
টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা