ভারত-অস্ট্রেলিয়া টি-২০: রোহিত শর্মার নজির স্পর্শ করলেন, নতুন উচ্চতায় সূর্যকুমার যাদব

Published : Oct 29, 2025, 05:13 PM ISTUpdated : Oct 29, 2025, 05:25 PM IST
suryakumar yadav plays shot

সংক্ষিপ্ত

Suryakumar Yadav Record: টি-২০ ফর্ম্যাটে গত কয়েক বছর ধরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বুধবার আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে নতুন নজির গড়লেন।

DID YOU KNOW ?
রোহিত শর্মার রেকর্ড
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে একমাত্র ব্যাটার হিসেবে ২০০-এর বেশি ওভার-বাউন্ডারি মেরেছেন রোহিত শর্মা।

Suryakumar Yadav T20I Record: আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে নতুন নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৫০-তম ওভার-বাউন্ডারি মারলেন। রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৫০ ওভার-বাউন্ডারির নজির স্পর্শ করলেন সূর্যকুমার। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত মাত্র পাঁচজন ব্যাটার ১৫০ ওভার-বাউন্ডারি মেরেছেন। রোহিতই একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ২০৫টি ওভার-বাউন্ডারি মেরেছেন। তাঁর চেয়ে অনেক পিছিয়ে সূর্যকুমার। তবে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা যথেষ্ট কৃতিত্বের।

ক্যানবেরায় নজির সূর্যকুমারের

বুধবার ক্যানবেরার (Canberra) মানুকা ওভালে (Manuka Oval) টসে হেরে প্রথমে বোলিং করতে নামে ভারতীয় দল। তবে ভারতের ইনিংস চলাকালীন একাধিকবার বৃষ্টি নামে। ভারতীয় দল ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করার পরেই বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তবে এই ইনিংসেই নতুন নজির গড়লেন ভারতের অধিনায়ক। তিনি ভারতের ইনিংসের দশম ওভারে নাথান এলিসের (Nathan Ellis) বলে ওভার-বাউন্ডারি মেরে নতুন নজির গড়েন।

 

 

থেমে গেল সূর্যকুমারের সম্ভাবনাময় ইনিংস

এদিন অসাধারণ ইনিংস খেলছিলেন সূর্যকুমার। তিনি এলিসের বলে জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে ৩৫ বলে ৬২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ওপেনার অভিষেক শর্মাও (Abhishek Sharma) ইনিংসের শুরুতে ভালো ব্যাটিং করছিলেন। কিন্তু তিনি ১৪ বল খেলে ১৯ রান করেই আউট হয়ে যান। এই ১৯ রানের মধ্যে ছিল চারটি বাউন্ডারি। তবে এলিসের বলে টিম ডেভিডকে (Tim David) ক্যাচ দিয়ে ফিরে যান অভিষেক। তিনি আউট হয়ে যাওয়ার পর শুবমানের সঙ্গে জুটি বাঁধেন সূর্যকুমার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫০
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৫০ ওভার-বাউন্ডারি সূর্যকুমারের।
বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৫০-তম ওভার-বাউন্ডারি মারার নজির গড়লেন সূর্যকুমার যাদব।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম