ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় অ্যাশেজের চেয়েও বড়, বলছেন স্মিথ-ওয়ার্নার

ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন সব দলেরই থাকে। অস্ট্রেলিয়াও ব্যতিক্রম নয়। কিন্তু টেস্ট ক্রিকেটের এত বছরের ইতিহাসে ভারত সফরে অস্ট্রেলিয়া দলের সিরিজ জয়ের নজির খুব বেশি নেই।

Web Desk - ANB | Published : Feb 6, 2023 2:58 PM IST

এবারের ভারত সফরে টেস্ট সিরিজ জিততে পারলে সেটা ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতার চেয়েও বড় হবে। এমনই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, 'ভারতের মাটিতে সিরিজ জয় তো বটেই, টেস্ট ম্যাচ জেতাও অত্যন্ত কঠিন। তাই আমরা যদি এই সাফল্য পাই, তাহলে বিশাল কৃতিত্বের ব্যাপার হবে সেটা। আমার মনে হয়, ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে সেটা অ্যাশেজ সিরিজ জেতার চেয়েও বড় জয় হবে।' ওয়ার্নার বলেছেন, 'গত অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের সদস্য থাকার অনুভূতি অসাধারণ ছিল। কিন্তু ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি এই সফরের দিকে তাকিয়ে আছি। এই সফর বরাবরই কঠিন। আমার কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হল, বিশ্বের সেরা স্পিনারদের বিরুদ্ধে খেলতে হবে।'

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড বলেছেন, 'দীর্ঘদিন ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে খুব কমই টেস্ট ম্যাচ বা সিরিজ জিততে পেরেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতাই সব দলের লক্ষ্য থাকে।'

অপর এক অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক বলেছেন, 'অস্ট্রেলিয়া দল ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে সেটা আমাদের দলের মুকুটে একটি মাণিক হয়ে থাকবে। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে সেটা আমাদের দলের কাছে বিশেষ সাফল্য হয়ে থাকবে। ভারতের মাটিতে খেলা সবচেয়ে কঠিন। ভারতের পরিবেশ-পরিস্থিতি যেমন কঠিন, তেমনই ভারতীয় দলও শক্তিশালী। একদিকে অ্যাশেজের সব ইতিহাস আর একদিকে ভারত সফর। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার অনেক দলেরই নাগালের বাইরে থেকে গিয়েছে। আমরা যদি ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারি এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে জয় পাই, তাহলে সেটা অসাধারণ ব্যাপার হবে।'

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, 'ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা ইংল্যান্ড সফরে অ্যাশেজ সিরিজ জেতার মতোই। তবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা অ্যাশেজের চেয়েও বড়। ভারত সফরে টেস্ট সিরিজ জিততে পারলে আমাদের কেরিয়ারে সেটা সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে থেকে যাবে। আমরা এই সাফল্য পেলে নতুন যুগ শুরু হবে।'

চোটের জন্য নাগপুরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না স্টার্ক ও হ্যাজেলউড। ফলে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই কিছুটা চাপে অস্ট্রেলিয়া শিবির।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জেতা উচিত ভারতের, বললেন রবি শাস্ত্রী

অশ্বিনের নেতৃত্বাধীন ভারতীয় বোলিং সামাল দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বললেন উসমান খাজা

বিরাট কোহলি-রোহিত শর্মার মধ্যে কে এগিয়ে? যুক্তি দিয়ে ব্যাখ্যা পাক পেসারের

Read more Articles on
Share this article
click me!