টি-২০ লিগের দাপটে দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের ধরে রাখা কঠিন হবে, মত সৌরভের

আইপিএল-এর জনপ্রিয়তা ও সাফল্য দেখে বিভিন্ন দেশে শুরু হয়েছে টি-২০ লিগ। অনেকেই বলতে শুরু করেছেন, ভবিষ্যতে এই ধরনের টি-২০ লিগই ক্রিকেট মহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Web Desk - ANB | Published : Feb 6, 2023 11:05 AM IST

আইপিএল, বিগ ব্যাশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এসএ ২০ লিগের মতো বিভিন্ন টি-২০ লিগ যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে, তাতে ভবিষ্যতে দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের পাওয়া কঠিন হবে বলেই মত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘প্রশাসনের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বারবার এ কথা বলে আসছি। আমি ৫ বছর সিএবি প্রেসিডেন্ট ছিলাম। তারপর ৩ বছর বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম। আইসিসি-তে ভারতের প্রতিনিধিত্ব করেছি। আমি দেখেছি, ক্রিকেট সংক্রান্ত কাঠামো ও প্রয়োজনীয় সাহায্য পেলে তবেই ভালোভাবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়। আমি ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপ খেলি। সেই সময় জিম্বাবোয়ে সহজেই আমাদের হারিয়ে দিতে পারত। আমি নিশ্চিত, জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের হাতে সেই সময় বেশি অর্থ ছিল না। বিসিসিআই-এর হাতেও খুব বেশি অর্থ ছিল না। মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নারের আমলে ওয়েস্ট ইন্ডিজে কোথায় অর্থ ছিল? খেলোয়াড়দের ধরে রাখার জন্য প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সৌরভ আরও বলেছেন, ‘ক্রিকেটে এখন অনেক অর্থ এসে গিয়েছে। আমার মনে হয় অর্থ নিয়ে সমস্যা নেই। খেলোয়াড়দের দেশের হয়ে খেলার জন্য ধরে রাখা জরুরি। প্রশাসনের কর্তাদের সঙ্গে যদি খেলোয়াড়দের সম্পর্ক ভালো থাকে তাহলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব।’

বিভিন্ন দেশের টি-২০ লিগ সম্পর্কে সৌরভ বলেছেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন দেশের লিগ নিয়ে আলোচনা করি। আইপিএল-কে ঘিরে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগও অত্যন্ত সফল। ব্রিটেনে হানড্রেড বল ক্রিকেটও বেশ সফল। দক্ষিণ আফ্রিকার লিগও জনপ্রিয় হয়ে উঠেছে। আমি গত ৩ সপ্তাহ ধরে এই লিগ দেখছি। এই সব লিগের মধ্যে মিল হল, যে দেশগুলিতে ক্রিকেট জনপ্রিয় সেখানেই সাফল্য আসছে। আমার বিশ্বাস, আগামী ৪-৫ বছরের মধ্যে কয়েকটি মাত্র লিগ টিকে থাকবে। বাকিগুলি গুরুত্ব হারাবে। কারণ, ক্রিকেটাররা বুঝতে পারবে কোনটা গুরুত্বপূর্ণ। এখন সবে অনেক লিগ চালু হয়েছে বলে সবাই খেলতে চাইছে। কিন্তু পরবর্তীকালে দেশের হয়ে খেলার মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কয়েকটি লিগ।’

সৌরভ বুঝিয়ে দিয়েছেন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো যে দেশগুলির ক্রিকেট বোর্ড আর্থিকভাবে শক্তিশালী, সেই দেশগুলিতেই জাতীয় দলের বিভিন্ন সিরিজের মতোই সমান গুরুত্ব পাবে টি-২০ লিগ। বাকি লিগগুলি টিকে থাকতে পারবে না।

আরও পড়ুন-

ফের 'মাহি মার রহা হ্যায়', মেজাজে ধোনি, আইপিএল-এর জন্য শুরু অনুশীলন

মহিলাদের প্রিমিয়ার লিগের ৫ দলের মালিকানা বাবদ ৪,৬৬৯.৯৯ কোটি টাকা পেল বিসিসিআই

এসএ২০ লিগে খেলুন মহেন্দ্র সিং ধোনির মতো ভারতীয় ক্রিকেটাররা, চাইছেন গ্রেম স্মিথ

Read more Articles on
Share this article
click me!