সংক্ষিপ্ত
আমেদাবাদ টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। এই সিরিজের প্রথম ৩ ম্যাচের পিচের সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটের কোনও মিল নেই।
আমেদাবাদ টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২৫৫। ১০৪ রান করে অপরাজিত ওপেনার উসমান খাজা। ৪৯ রান করে অপরাজিত ক্যামেরন গ্রিন। ভারতীয় দলের হয়ে জোড়া উইকেট নিয়েছেন বাংলার পেসার মহম্মদ সামি। ১ উইকেট করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। চলতি সিরিজে এই প্রথম কোনও দল প্রথম দিন অলআউট হল না। শেষদিকে গ্রিন দ্রুতগতিতে রান করেন। না হলে ভারতীয় দল আরও একটু ভালো জায়গায় থাকত। দ্বিতীয় দিন যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে অলআউট করতে হবে। সেটা করতে না পারলে ভারতীয় দল চাপে পড়ে যাবে। এদিন টসে জিতে শুরুতেই সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া। প্রথম দিন পিচ থেকে খুব একটা সাহায্য পাননি স্পিনাররা। প্রথম দুই সেশনে অবশ্য় মন্থর ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার ব্য়াটাররা। শেষদিকে রান গতি বাড়ান গ্রিন।
এদিন স্মিথ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ওপেন করতে নামেন ট্রেভিস হেড ও খাজা। ওপেনিং জুটিতে তাঁরা যোগ করেন ৬১ রান। ভারতীয় দলের হয়ে প্রথম উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ফিরে যান হেড। তিনি করেন ৩২ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা মার্নাস লাবুশেন করেন ৩ রান। তাঁকে বোল্ড করে দেন সামি। স্মিথ করেন ৩৮ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ককে বোল্ড করে দেন জাদেজা। পিটার হ্য়ান্ডসকম্ব করেন ১৭ রান। তাঁকে বোল্ড করে দেন সামি।
প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর খাজা বলেছেন, ‘আমি অত্য়ন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি দীর্ঘদিন ধরে খেলছি। এবার শতরান পেলাম। একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমি সবসময় শতরান করতে চেয়েছি। এই শতরান আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেড নতুন বল ভালোভাবে সামাল দিয়েছে। ও ভালো শট খেলছিল। ক্রিজের অপর প্রান্ত থেকে ওর ব্যাটিং দেখতে ভালো লাগছিল। এই উইকেট ব্য়াটিং করার পক্ষে খুব ভালো। আমি উইকেট দিতে চাইনি। মানসিক লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।’
ইন্দোরের মতোই আমেদাবাদেও খুব একটা ভালো বোলিং করতে পারলেন না ভারতের বোলাররা। ১৫ ওভার বোলিং করে ৫৮ রান দেন উমেশ যাদব। তিনি উইকেট পাননি। অক্ষর প্যাটেল বেশি রান দেননি ঠিকই কিন্তু উইকেটও পাননি। দ্বিতীয় দিন উইকেট নেওয়া জরুরি।
আরও পড়ুন-
'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব আরও দৃঢ় হোক', ট্যুইট মোদীর
আত্মতুষ্টির জন্যই ইন্দোরে হেরেছে ভারত, দাবি শাস্ত্রীর, মানতে নারাজ রোহিত
নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হল বুমরার, আগস্টে শুরু হবে রিহ্যাবিলিটেশন