India Vs Australia: তৃতীয় ওডিআই ম্যাচে অপরিবর্তিত ভারতীয় দল, ওয়ার্নারকে ফেরাল অস্ট্রেলিয়া

২০১৯ সাল থেকে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে অপরাজিত ভারতীয় দল। শেষবার অস্ট্রেলিয়ার কাছেই ওডিআই সিরিজে হেরে গিয়েছিল ভারত। সেই হারের পুনরাবৃত্তি চাইছেন না রোহিত শর্মারা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে লজ্জাজনক হারের পর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ দখলে মরিয়া ভারতীয় দল। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হয়নি। দ্বিতীয় ম্যাচে যাঁরা খেলেছিলেন তাঁরাই তৃতীয় ম্যাচে খেলছেন। অস্ট্রেলিয়া দলে জোড়া বদল হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় খেলছেন না অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁর বদলে খেলছেন অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার। এছাড়া দলে ফিরেছেন অ্যাশটন আগর। বিশাখাপত্তনমে ভারতের ব্যাটাররা একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। সিরিজ জিততে হলে শেষ ম্যাচে ভারতের ব্যাটারদের ভালো পারফরম্যান্স জরুরি। অস্ট্রেলিয়া যাতে বড় স্কোর করতে না পারে, সেটাও নিশ্চিত করতে হবে ভারতের বোলারদের। ওডিআই বিশ্বকাপের আগে ৫০ ওভারের ফর্ম্যাটে আর ভারত-অস্ট্রেলিয়ার লড়াই হবে না। ফলে চেন্নাইয়ের এই ম্যাচ দুই শিবিরের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতাম। এই ম্যাচে আমাদের দলে ৩ স্পিনার আছে। হয়তো পিচ থেকে কিছুটা হলেও সাহায্য পেতে পারে বোলাররা। এরকম শুকনো পরিবেশে আমরা স্পিনারদের দেখে নিতে চাইছি। এই ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সিরিজ নির্ণায়ক ম্যাচ সবসময় আকর্ষণীয় হয়। নিজেদের এরকম পরিস্থতিতে ফেলা সবসময় ভালো। আমরা চাপের মুখে ভালো ক্রিকেট খেলতে চাইছি। আশা করি আমরা সেরা পারফরম্যান্স দেখাতে পারব। অস্ট্রেলিয়া ভালো দল। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবসময় দলের গভীরতা পরীক্ষা করে নেওয়া যায়। আমাদের দলে কোনও বদল হয়নি। আমরা ৪ সিমার নিয়ে খেলার কথা ভাবছিলাম কিন্তু এখানকার পরিবেশ স্পিনারদের সহায়ক। সেই কারণেই আমরা ৩ স্পিনারকে দলে রেখেছি।’

Latest Videos

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, ‘উইকেটে দেখে শুকনো বলে মনে হচ্ছে। এখানে প্রচণ্ড গরম। সেই কারণেই আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলাম। আমরা এই পিচে বড় স্কোরের চেষ্টা করব। আমরা এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখাচ্ছি। সিরিজ নির্ণায়ক ম্যাচ আকর্ষণীয় হবে। আমরা টানটান উত্তেজনার ম্যাচ খেলতে চাই। এই ধরনের ম্যাচ আকর্ষণীয়। পিচ শুকনো থাকায় অ্যাশটন আগরকে দলে ফেরানো হয়েছে। ক্যামেরন গ্রিন অসুস্থ থাকায় খেলছে না। ওর বদলে দলে এসেছে ডেভিড ওয়ার্নার। এছাড়া আমাদের দলে আর কোনও বদল হয়নি।’

আরও পড়ুন-

এলিমিনেটরে জয় পাবে মুম্বই ইন্ডিয়ানস, আত্মবিশ্বাসী ন্যাট স্কিভার-ব্রান্ট

৫ অক্টোবর শুরু হতে পারে ওডিআই বিশ্বকাপ, ফাইনালের সম্ভাব্য দিন ১৯ নভেম্বর

ওডিআই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বাছাই প্রায় চূড়ান্ত, জানালেন দ্রাবিড়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী