বাংলাদেশের বিরুদ্ধে গত ২৪ বছর ধরে টেস্ট ক্রিকেটে দাপট দেখিয়ে আসছে ভারতীয় দল। চেন্নাই টেস্ট ম্যাচেও সহজ জয়ের পথে রোহিত শর্মারা। দ্বিতীয় দিনের শেষেই জয় নিশ্চিত হয়ে গিয়েছে।
পাকিস্তানের মাটিতে প্রথমবার সিরিজ জিতে নিজেদের বড় দল ভাবতে শুরু করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের অবস্থান ঠিক কোথায়, সেটা চেন্নাই টেস্ট ম্যাচের প্রথম দুই দিনেই দেখিয়ে দিল ভারত। এই ম্যাচে এখনও পর্যন্ত ৪৫৭ রান করেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিনরা। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ৮১। সেখানে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে ভারতীয় দল। তৃতীয় দিন দলের রান বাড়াবেন শুবমান গিল, ঋষভ পন্থরা। ফলে বাংলাদেশের সবচেয়ে কট্টর ভারত-বিরোধী সমর্থকও বুঝে গিয়েছেন, এই ম্যাচে তাঁদের আর জয় পাওয়ার সুযোগ নেই। তৃতীয় দিনই বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামিয়ে ম্যাচ জিতে নিতে পারে ভারতীয় দল।
শুবমান গিলের লড়াই
বেশ কিছুদিন পর ভারতীয় দলে ফিরে চেন্নাইয়ে প্রথম ইনিংসে ৮ বল খেলে রান করার আগেই হাসান মাহমুদের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরে যান শুবমান গিল। ফলে এই তরুণ ব্যাটারকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে লড়াকু ব্যাটিং করে সেই সমালোচনার জবাব দিলেন শুবমান। দিনের শেষে ৩৩ রানে অপরাজিত এই ব্যাটার। তৃতীয় দিন অর্ধশতরান, সময় পেলে শতরান করার চেষ্টা করবেন শুবমান। দিনের শেষে তাঁর সঙ্গে অপরাজিত ঋষভ পন্থ (১২)।
দুই ইনিংসেই ব্যর্থ বিরাট-রোহিত
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৬ রান করে আউট হয়ে যান ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেও তাঁরা ব্যর্থ হলেন। শুক্রবার ৫ রান করেন রোহিত। বিরাট করেন ১৭ রান। তবে তাতে ভারতীয় দলের সমস্যা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলো অন করাল না ভারত, তৃতীয় দিনেই শেষ ম্যাচ?
১৪৭ বছরে প্রথমবার, বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে অনন্য রেকর্ড যশস্বীর
আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট, চেন্নাই টেস্টে নতুন নজির জসপ্রীত বুমরার