আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট, চেন্নাই টেস্টে নতুন নজির জসপ্রীত বুমরার
- FB
- TW
- Linkdin
বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন অসাধারণ রেকর্ড জসপ্রীত বুমরার
শুক্রবার চেন্নাই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশের ৪ জন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরা।
ষষ্ঠ পেসার এবং সবমিলিয়ে দশম ভারতীয় বোলার হিসেবে ৪০০ আন্তর্জাতিক উইকেট জসপ্রীত বুমরার
শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় উইকেট নেওয়ার পরেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন জসপ্রীত বুমরা।
আন্তর্জাতিক ক্রিকেটে জসপ্রীত বুমরার ৪০০-তম শিকার বাংলাদেশের হাসান মাহমুদ
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তাঁকে আউট করেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন জসপ্রীত বুমরা।
চেন্নাই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম দুই সেশনেই ৪০০ উইকেট পূর্ণ করেন জসপ্রীত বুমরা
শুক্রবার নিজের প্রথম ওভারেই বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামের উইকেট নেন জসপ্রীত বুমরা। এরপর মুশফিকুর রহিম ও হাসান মাহমুদের উইকেট নেন বুমরা।
ক্রিকেটের ৩ ফর্ম্যাটেইউ ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স জসপ্রীত বুমরার
টেস্টে ১৬২, ওডিআই-তে ১৪৯ এবং টি-২০ ফর্ম্যাটে ৮৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করেছেন জসপ্রীত বুমরা।
কপিল দেব নিখাঞ্জ, জাহির খান, ইশান্ত শর্মা, মহম্মদ শামিদের সঙ্গে একই সারিতে জসপ্রীত বুমরা
আন্তর্জাতিক ক্রিকেটে ২২৭ ইনিংসে বোলিং করে ৪০০ উইকেট পূর্ণ করলেন জসপ্রীত বুমরা। তাঁর আগে এই নজির গড়েন কিংবদন্তি কপিল দেব নিখাঞ্জ। এছাড়া জাভাগল শ্রীনাথ, জাহির খান, ইশান্ত শর্মা, মহম্মদ শামিও ৪০০ উইকেট নিয়েছেন।
২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন জসপ্রীত বুমরা
৬ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন জসপ্রীত বুমরা। যত দিন যাচ্ছে উন্নতি করে চলেছেন এই পেসার।
গত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা পেসারের নাম জসপ্রীত বুমরা
আইপিএল-এ প্রথম নজর কাড়েন জসপ্রীত বুমরা। সেই সময় তাঁকে সাদা বলের ক্রিকেটের বোলার হিসেবে চিহ্নিত করা হত। কিন্তু পরবর্তীকালে টেস্ট ক্রিকেটেও অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন এই পেসার।
ক্রিকেটের সব ফর্ম্যাটেই ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় জসপ্রীত বুমরা
টেস্ট, ওডিআই, টি-২০, সব ফর্ম্যাটের ক্রিকেটেই একইভাবে অসাধারণ বোলিং করে চলেছেন জসপ্রীত বুমরা।
বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি ভারতীয় দলের অন্যতম ম্যাচ উইনার জসপ্রীত বুমরা
ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন, বিপক্ষের উইকেট নিতে হলে ভারতীয় দলের অধিনায়করা জসপ্রীত বুমরার দিকে তাকিয়ে থাকেন।
চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটারদের ঘোল খাওয়াতে তৈরি জসপ্রীত বুমরা
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও একইরকম দাপট দেখিয়ে ভারতীয় দলকে জেতাতে তৈরি জসপ্রীত বুমরা।
ভারতীয় দলকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানোর চেষ্টায় জসপ্রীত বুমরা
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরসুমে রানার্স হয়েছে ভারত। এবার দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া জসপ্রীত বুমরা।