প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলো অন করাল না ভারত, তৃতীয় দিনেই শেষ ম্যাচ?

Published : Sep 20, 2024, 03:50 PM ISTUpdated : Sep 20, 2024, 04:20 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে এসে আত্মতুষ্ট হয়ে পড়েছিল বাংলাদেশ দল। চেন্নাই টেস্ট ম্যাচে নাজমুল হোসেন শান্তদের সুখস্বপ্ন থেকে বাস্তবের কঠোর মাটিতে আছড়ে ফেলল ভারতীয় দল।

ভারতের মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ জয়ের স্বপ্ন বৃহস্পতিবারই ধাক্কা খেয়েছিল। শুক্রবার স্পষ্ট হয়ে গেল, বিরাট অঘটন ছাড়া চেন্নাই টেস্ট ম্যাচে হারতে চলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনই জয়ের আশা জাগিয়ে তুলেছে ভারতীয় দল। শনিবার তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে ম্যাচ। চতুর্থ দিনে ম্যাচ টেনে নিয়ে যেতে পারলে সেটাই বাংলাদেশ দলের বড় কৃতিত্ব হবে। শুক্রবার প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থাকে ভারত। ফলে বাংলাদেশকে ফলো অন করাতে পারতেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তিনি সে পথে হাঁটেননি। দ্বিতীয় ইনিংসেও বড় স্কোর করে বাংলাদেশকে ম্যাচ থেকে একেবারে সরিয়ে দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

দাঁড়াতেই পারল না বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

ভারতীয় দলের বড় স্কোরের পর ব্যাটিং করতে নেমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩২ রান করেন শাকিব আল-হাসান। মেহিদি হাসান মিরাজ করেন ২৭ রান। লিটন দাস করেন ২২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২০ রান। চিপকের পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা আরও কঠিন হয়ে যাবে। ফলে এই ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে না। সহজ জয়ের পথে ভারতীয় দল।

জসপ্রীত বুমরাদের অনবদ্য বোলিং

শুক্রবার অসাধারণ বোলিং করলেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। তিনি ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন বাংলার পেসার আকাশ দীপ। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১৪৭ বছরে প্রথমবার, বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে অনন্য রেকর্ড যশস্বীর

সিলেবাসে ছিল বিরাট-রোহিত, 'আনসিন' অশ্বিন-জাডেজার ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ

মহেন্দ্র সিং ধোনির চেয়ে এগিয়ে মুশফিকুর রহিম! কীভাবে এটা সম্ভব হল?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে