ঋষভ পন্থ এখনও পর্যন্ত ভারতের হয়ে ৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন (বর্তমানে খেলছেন ৩৪তম টেস্ট)। ৫৬ ইনিংসে ২২৭১ রান করেছেন। এর মধ্যে রয়েছে ছয়টি শতরান এবং ১১টি অর্ধশতরান। চেন্নাইয়ে চলমান ভারত-বাংলাদেশ টেস্টে সেঞ্চুরি করার পর পন্থের প্রতি প্রশংসার জোয়ার বইছে ক্রিকেট বিশ্বে। ভারতের কিংবদন্তি খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করেছেন ঋষভ। টেস্টে সর্বাধিক শতরান করা ভারতীয় উইকেটরক্ষকদের তালিকায় ঋষভের নামের পাশে এখন ৬ শতরান। ধোনিরও ছিল ৬টি শতরান। ঋষভের এটি ৩৪তম টেস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করলে দেখা যায়, একই সংখ্যক ম্যাচে ঋষভ ২,৪১৯ রান করেছেন, যেখানে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি করেছিলেন ২,২৮২ রান। ঋষভের ছয়টি টেস্ট শতরানের বিপরীতে গিলক্রিস্টের ছিল ১২টি অর্ধশতরান। ঋষভেরও রয়েছে ১১টি অর্ধশতরান। তবে ঋষভের (৪৪.৮০) চেয়ে গিলক্রিস্টের গড় (৫৮.৫১) অনেকটাই ভালো।