বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভের হুঁশিয়ারি হিন্দু মহাসভার, কানপুর থেকে টেস্ট ম্যাচ সরাচ্ছে না বিসিসিআই

কয়েকদিন পরেই ভারত সফরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে ২টি টেস্ট ম্যাচ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই।

২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, তার প্রতিবাদে এই ম্যাচ চলাকালীন বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছে হিন্দু মহাসভা। তবে কানপুর থেকে ম্যাচ সরাতে নারাজ বিসিসিআই। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করছেন বিসিসিআই কর্তারা। নির্বিঘ্নে যাতে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়, সেটা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই ও পুলিশ-প্রশাসন। অতীতে পাকিস্তানের ম্যাচ আয়োজনের বিরুদ্ধে দেশের একাধিক শহরে বিক্ষোভ দেখা গিয়েছে। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ ভেস্তে দেওয়ার লক্ষ্যে পিচ খুঁড়ে দিয়েছিলেন শিবসেনা কর্মীরা। ২৫ বছর আগের সে কথা মাথায় রেখেই এবার কানপুর টেস্টের আগে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

কানপুরেই হচ্ছে ম্যাচ

Latest Videos

কানপুর টেস্ট ম্যাচ চলাকালীন বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি প্রসঙ্গে বিসিসিআই-এর কর্তা বলেছেন, ‘হ্যাঁ, আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। নির্দিষ্ট সূচি অনুযায়ী যাতে নির্বিঘ্নে ম্যাচ হয়, তার জন্য আমরা সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ভারত-বাংলাদেশের দুই টেস্ট ম্যাচেই যাতে গ্যালারি পূর্ণ থাকে, সেটাও নিশ্চিত করতে চাইছি আমরা। কানপুর থেকে অন্য কোথাও ম্যাচ সরছে না। কানপুরেই ম্যাচ হবে। তবে পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকে আমাদের নজর আছে। কানপুরের পাশাপাশি অন্য যে শহরগুলিতে ভারত-বাংলাদেশের ম্যাচ হবে, সেই কেন্দ্রগুলিতেও নজর রাখা হচ্ছে।’

আগামী বৃহস্পতিবার শুরু সিরিজ

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরপর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। এই ম্যাচ নিয়েই এখন চিন্তায় বিসিসিআই ও উত্তরপ্রদেশ প্রশাসন। টেস্ট ম্যাচ ভালোভাবে শেষ করাই লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গ্রেফতারির আশঙ্কা, বাংলাদেশে না ফিরে কাউন্টি খেলতে ইংল্যান্ডে শাকিব

স্ত্রী রিভাবা বিধায়ক, সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি-তে যোগ রবীন্দ্র জাডেজার

দলীপ ট্রফিতে অসাধারণ ব্যাটিং, টেস্ট সিরিজের আগে ছন্দে অক্ষর প্যাটেল

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর