'চটিচাটা,' গৌতম গম্ভীরের স্তাবকদের তীব্র সমালোচনা সুনীল গাভাসকরের

Published : Oct 07, 2024, 07:34 PM ISTUpdated : Oct 07, 2024, 08:17 PM IST
Sunil Gavaskar Birthday

সংক্ষিপ্ত

ফুটবল, হকির মতো খেলায় কোচের ভূমিকা গুরত্বপূর্ণ হলেও, ক্রিকেটে অধিনায়কের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের অনুরাগীদের সে কথা স্মরণ করিয়ে দিলেন সুনীল গাভাসকর।

কানপুর টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আড়াই দিনের খেলা নষ্ট হওয়ার পরেও যেভাবে ভারতীয় দল জয় ছিনিয়ে নিয়েছে, তার জন্য অধিনায়ক রোহিত শর্মাকেই যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি প্রধান কোচ গৌতম গম্ভীরকে কোনওরকম কৃতিত্ব দিতে চাইছেন না। যাঁরা গম্ভীরের প্রশংসা করছেন, তাঁদের কঠোর সমালোচনা করেছেন গাভাসকর। তিনি বলেছেন, ‘বেন স্টোকস ও (ব্রেন্ডন) ম্যাকালামের আমলে ইংল্যান্ড দলের ব্যাটিংয়ের ধরন সম্পূর্ণ বদলে গিয়েছে। আমরা গত ২ বছর ধরে দেখছি, রোহিত এভাবেই ব্যাটিং করছে এবং দলকে এভাবে ব্যাটিং করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে। গম্ভীর সবে ২ মাস হল কোচিং করাচ্ছে। ফলে ভারতীয় দলের ব্যাটিংয়ের ধরনের জন্য ওকে কৃতিত্ব দেওয়া সর্বোচ্চ মানের চটিচাটা। ম্যাকালাম যেভাবে ব্যাটিং করত, গম্ভীর কোনওদিন সেভাবে ব্যাটিং করেনি। যদি কাউকে কৃতিত্ব দিতে হয়, তাহলে সেটা একমাত্র রোহিতকে দিতে হবে। অন্য কারও কৃতিত্ব প্রাপ্য নয়।’

বাজবল নিয়ে বেশি মাতামাতি করতে নারাজ গাভাসকর

ইংল্যান্ডের বিখ্যাত 'বাজবল' প্রসঙ্গে গাভাসকর বলেছেন, ‘৫০ বছরেরও বেশি সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারির পর যেমন সব কেলেঙ্কারিকেই এই গেট, সেই গেট বলে নাম দেওয়া হয়, তেমনই ইংল্যান্ড দলের ব্যাটিংয়ের ধরনকে বাজবল বলে অভিহিত করার পর ভারতীয় দলের ব্যাটিংয়ের ধরনকেও এই বাজ, সেই বাজ বলা হচ্ছে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের ডাক নাম বাজ। ও এখন ইংল্যান্ডের কোচ। এই কারণেই বাজবল নাম এসেছে। ওর দল এখন যেভাবে ব্যাটিং করছে, ম্যাকালাম ঠিক সেভাবেই ব্যাটিং করছে। ও রান করার সময় সতর্কতাকে হাওয়ায় উড়িয়ে দিত।’

ভারতীয় দলের সাফল্যে খুশি গাভাসকর

কানপুর টেস্টে ভারতীয় দল যেভাবে ব্যাটিং করেছে, তাতে খুশি গাভাসকর। তিনি চাইছেন, এই ধরনের ক্রিকেটই খেলে যান রোহিতরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে জয়, বাংলাদেশকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত

কাদের ধরে রাখবে দিল্লি ক্যাপিটালস? দলে জায়গা পাবেন ঋষভ, অক্ষর, ওয়ার্নার?

বিরাট কোহলির চেয়ে আবদুল্লা শফিকের রেকর্ড ভালো! হাসির খোরাক শান মাসুদ

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার