সংক্ষিপ্ত
টেস্ট সিরিজে যত সহজে জয় এসেছিল, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেও সেভাবেই জয় পেল ভারতীয় দল। টি-২০ সিরিজে ৩-০ জয়ই সূর্যকুমার যাদবদের লক্ষ্য।
ম্যাচের আগের দিন তাওহিদ হৃদয় বলেছিলেন, শাকিব আল-হাসানকে ছাড়াই ভারতকে হারাতে পারে বাংলাদেশ। রবিবার গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হৃদয় করলেন ১২ রান। তাঁর সতীর্থদের পারফরম্যান্সও তথৈবচ। মেহদি হাসান মিরাজ ছাড়া কোনও ব্যাটার লড়াই করতে পারলেন না। আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তীর বোলিংয়ের মোকাবিলা করতে পারল না বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১১.৫ ওভারেই ৩ উইকেট হারিয়েই সেই রান টপকে গেল ভারত। ফলে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে জয় পেল ভারত।
বোলারদের দাপটে জয় ভারতের
গোয়ালিরের নতুন স্টেডিয়ামে রবিবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হল। ফলে উইকেট কেমন আচরণ করবে, সে বিষয়ে দুই দলই কিছুটা সংশয়ে ছিল। এই কারণেই টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস (৪) ও পারভেজ হোসেন ইমন (৮) আর্শদীপের শিকার হন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান। ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শদীপ। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ। ১ উইকেট করে নেন হার্দিক পান্ডিয়া, ময়াঙ্ক যাদব ও ওয়াশিংটন সুন্দর।
হার্দিকের ঝোড়ো ব্যাটিং
ভারতের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন হার্দিক। এই অলরাউন্ডার ১৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ১৪ বলে ২৯ রান করেন সূর্যকুমার। ওপেনার সঞ্জু স্যামসন করেন ২৯ রান। অপর ওপেনার অভিষেক শর্মা ১৬ রান করেন। ১৬ রান করে অপরাজিত থাকেন নীতীশ রেড্ডি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টি-২০ বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন শেফালিদের, পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারত
২০২৫ সালের আইপিএল-এ চিপকে খেলেই অবসর? মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নতুন জল্পনা
বিরাট কোহলির চেয়ে আবদুল্লা শফিকের রেকর্ড ভালো! হাসির খোরাক শান মাসুদ