সংক্ষিপ্ত
দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে গোহারা হেরে যাওয়া পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদ এমন মন্তব্য করেছেন, যা নিয়ে ক্রিকেট দুনিয়ায় হাসিঠাট্টা শুরু হয়েছে।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ২৭,০০০ রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন। কিন্তু পাকিস্তানের ব্যাটার আবদুল্লা শফিককে বিরাটের চেয়ে এগিয়ে রাখছেন শান মাসুদ। চলতি বছরে শফিকের রানের গড় মাত্র ৭। ৩ ইনিংসে রান করার আগেই আউট হয়ে গিয়েছেন এই ব্যাটার। ফলে তাঁকে নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু পাকিস্তানের অধিনায়কের দাবি, বিরাটের চেয়ে শফিকের রেকর্ড ভালো। মাসুদ বলেছেন, ‘আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, আবদুল্লা শফিকের ফর্ম নিয়ে প্রশ্ন ঠিক না। আমি মেনে নিচ্ছি, ২০২৪ সালে ভালো ক্রিকেট খেলতে পারেনি পাকিস্তান। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখা উচিত। আপনারা পরিসংখ্যানের কথা বলেন। আমি একটা পরিসংখ্যানের কথা পড়ছিলাম। ১৯ টেস্ট ম্যাচ খেলা আবদুল্লা শফিকের রেকর্ড বিরাট কোহলির চেয়ে ভালো।’
হাসির খোরাক মাসুদ
কিছুদিন আগে পর্যন্ত পাকিস্তানের ক্রিকেট মহল দাবি করত, বিরাটের চেয়ে ভালো ব্যাটার বাবর আজম। কিন্তু এখন বোধহয় পাকিস্তানের ক্রিকেট মহল বুঝে গিয়েছে, বাবরের পক্ষে বিরাটের রেকর্ডের ধারেকাছে পৌঁছে যাওয়া সম্ভব নয়। এই কারণে এবার শফিককে তুলে ধরার চেষ্টা করছেন পাকিস্তানের অধিনায়ক মাসুদ। কিন্তু বিরাটের সঙ্গে একই সারিতে আসতে হলে শফিককে রান করতে হবে। সেটা করতে পারছেন না পাকিস্তানের এই ব্যাটার। তবে উল্টো দাবি করছেন মাসুদ।
শফিকের চেয়ে কয়েক হাজার মাইল এগিয়ে বিরাট
টেস্ট ক্রিকেটে ভারতীয় উপমহাদেশের বাইরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার। শফিক এখনও ভারতীয় উপমহাদেশের বাইরে বেশি ম্যাচ খেলেননি। ফলে বিরাটের কাছাকাছি পৌঁছতে হলে শফিককে অনেক রান করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, কানপুরে বিধ্বংসী ব্যাটিং ভারতের
বিরাট কোহলির খেলা দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি! কিশোরের কাণ্ডে হতবাক ক্রিকেট মহল
'টেস্টে বিরাট কোহলির নেতৃত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই ছিল,' দাবি সঞ্জয় বাঙ্গারের