আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। সোমবার কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে আরও এক রেকর্ড গড়লেন বিরাট।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ২৭,০০০ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। সোমবার কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিন এই রেকর্ড গড়েন বিরাট। তিনি এদিন ৩৫ বলে ৪৭ রান করেন। এই ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রান পূর্ণ করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন বিরাট। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯৪-তম ইনিংসে ২৭,০০০ রান পূর্ণ করলেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রান পূর্ণ করেন সচিন। তিনি এই রেকর্ড গড়ার পথে ৬২৩ ইনিংস নেন। সচিন ছাড়াও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রান পূর্ণ করেছেন। এবার বিরাটও এই তালিকায় জায়গা করে নিলেন।
একের পর এক রেকর্ড বিরাটের
২০২৩ সালের ফেব্রুয়ারিতে সবচেয়ে কম ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূর্ণ করেন বিরাট। এরপর ২০২৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬,০০০ রান পূর্ণ করেন এই তারকা ব্যাটার। এবার আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭,০০০ রানও পূর্ণ করে ফেললেন বিরাট। তিনি কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছেন। একের পর এক নজির গড়ে চলেছেন বিরাট।
কানপুরে নিশ্চিত অর্ধশতরান হারালেন বিরাট
সোমবারের ইনিংসের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১১৪ ম্যাচ খেলে ৪৮.৭৪ গড়ে ৮,৮৭১ রান করেন বিরাট। ওডিআই ফর্ম্যাটে ২৯৫ ম্যাচ খেলে ৫৮.১৮ গড়ে ১৩,৯০৬ রান করেন এই তারকা। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১২৫ ম্যাচ খেলে ৪৮.৬৯ গড়ে ৪,১৮৮ রান করেন বিরাট। সোমবার তিনি টেস্টে নিশ্চিত অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু শাকিব আল-হাসানের বলে বোল্ড হয়ে যান এই তারকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দেড় দিনেই কানপুর টেস্ট জয়ের আশা উজ্জ্বল, মঙ্গলবার ৮ উইকেট নিলেই বাজিমাত
টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, কানপুরে বিধ্বংসী ব্যাটিং ভারতের
যশস্বীদের মারকাটারি ব্যাটিং, ২৮ ওভারেই বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর টপকে গেল ভারত