সোমবার কানপুর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিং ভারতীয় দলের। যশস্বী জয়সোয়াল, কে এল, বিরাট কোহলিরা দ্রুত রান করার ফলে এই ম্যাচে ভারতের জয়ের আশা তৈরি হয়েছে।
সোমবার কানপুর টেস্ট ম্যাচের চতুর্থ দিন প্রথম ইনিংসে টি-২০ ফর্ম্যাটের ধাঁচে ব্যাটিং করল ভারতীয় দল। ৩ ওভারের মধ্যেই ৫১ রান করে ফেলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। ইংল্যান্ডের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুততম দলগত অর্ধশতরানের নতুন রেকর্ড গড়ল ভারত। এরপর নিজেদেরই রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুততম দলগত শতরানের নতুন রেকর্ড গড়ল ভারত। ২০২৩ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২.২ ওভারে ১০০ রান করে ফেলেছিল ভারতীয় দল। সোমবার গ্রিন পার্কে ১০.১ ওভারে ১০০ রান করে ভারতীয় দল। এরপর টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৫০ ও ২০০ রানের রেকর্ডও গড়ল ভারতীয় দল। ১৫০ রান করতে ভারতীয় দলের লাগে ১৮.২ ওভার। এরপর ২৪.২ ওভারের মধ্যেই ২০০ রান করে ফেলে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৩৩ রান। ২৮ ওভারের মধ্যেই সেই রান টপকে যায় ভারত। ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৫২ রানে এগিয়েছিল ভারত।
যশস্বীর অসামান্য ব্যাটিং
সোমবার ওপেনিং জুটিতে ৫৫ রান যোগ করেন যশস্বী ও রোহিত। তাঁরা ৩.৫ ওভারেই ৫৫ রান করে ফেলেন। এরপর শুবমান গিলের সঙ্গে জুটি বেঁধে দলের রান ১২৭-এ পৌঁছে দেন যশস্বী। এই জুটিতে যোগ হয় ৭২ রান। এরপর বিরাট কোহলি ও কে এল রাহুলের জুটিতে যোগ হয় ৮৭ রান। যশস্বী করেন ৭২ রান। ৬৮ রান করেন রাহুল। বিরাট করেন ৪৭ রান। শুবমান করেন ৩৯ রান। রোহিত করেন ২৩ রান।
ভারতের জয়ের আশা উজ্জ্বল
চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৬। ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ। ফলে মঙ্গলবার পঞ্চম দিন ভারতের জয়ের আশা উজ্জ্বল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
যশস্বীদের মারকাটারি ব্যাটিং, ২৮ ওভারেই বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর টপকে গেল ভারত
যশস্বী-রোহিতের বিস্ফোরক ব্যাটিং, টেস্টে দ্রুততম অর্ধশতরান, শতরানের রেকর্ড ভারতের
বুমরার ৩ উইকেট, কানপুর টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ২৩৩ অলআউট বাংলাদেশ