আউট হওয়ার সময় ১৫ ওভার বাকি ছিল, ৩০০ রান করার সুযোগ হারালাম, বলছেন ঈশান কিষান

বিশ্বের নবম ব্যাটার হিসেবে ওডিআই ম্যাচে দ্বিশতরান করলেন ঈশান কিষান। তবে এই ব্যাটার বলছেন, তিনি ৩০০ রান করতে পারতেন। সেই সুযোগ হারালেন।

১৩১ বলে ২১০ রান। খুশি হয়েছেন ঠিকই, তবে পুরোপুরি সন্তুষ্ট নন ভারতীয় দলের ওপেনার ঈশান কিষান। তিনি মনে করেন, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে ৩০০ রান করতেই পারতেন। অনেক ওভার বাকি ছিল। কিন্তু আউট হয়ে গিয়ে সেই সুযোগ হারালেন। শনিবার ভারতের ইনিংস শেষ হওয়ার পর ঈশান বলেন, 'ব্যাটিং করার জন্য উইকেট খুব ভাল ছিল। আমার উদ্দেশ্য স্পষ্ট ছিল। আমি দ্রুত রান করতে চাইছিলাম। কিংবদন্তিদের সঙ্গে আমার নাম উচ্চারিত হচ্ছে দেখে খুব ভাল লাগছে। নিজেকে আশীর্বাদধন্য বলে মনে হচ্ছে। কিন্তু আমি আরও রান করতে পারতাম। আমি যখন আউট হয়ে যাই, তখনও ১৫ ওভার বাকি ছিল। আমি ৩০০ রানও করতে পারতাম।' তাঁকে সাহায্য করার জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়ে ঈশান বলেছেন, 'আমি বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাটিং করছিলাম। কোন বোলারের বলে বড় শট খেলার চেষ্টা করতে হবে, সেটা উনি আমাকে বলে দিচ্ছিলেন। তিনি যেটা বলছিলেন, সেটাই দেখছিলাম ঠিক। আমি যখন ৯৫ রানে ব্যাটিং করছিলাম, তখন বড় শট খেলার কথা ভাবছিলাম। কিন্তু বিরাট ভাই আমাকে শান্ত থাকতে বলেন। তিনি আমাকে বোঝান, এটাই ওডিআই ম্যাচে আমার প্রথম শতরান হতে চলেছে। তাই শান্ত থাকা দরকার।'

এদিন ঈশানের অসাধারণ ইনিংসের সুবাদে ভারতীয় দল ৮ উইকেটে ৪০৯ রান করেছে। ঈশানের ইনিংসে ছিল ২৪টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। বিরাটের সঙ্গে ঈশানের জুটিতে যোগ হয় ২৯০ রান। বিরাাট করেন ১১৩ রান। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ওয়াশিংটন সুন্দর করেন ৩৭ রান। অক্ষর প্যাটেল করেন ২০ রান। এছাড়়া এদিন ভারতের আর কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। ওপেনার শিখর ধাওয়ান করেন ৩ রান। এই ম্যাচে ভারতের অধিনায়ক কে এল রাহুল করেন ৮ রান। শ্রেয়াস আইয়ার করেন ৩ রান। শার্দুল ঠাকুর করেন ৩ রান। কুলদীপ যাদব ৩ রান করেন অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ২ উইকেট করে নেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শাকিব আল-হাসান। ১ উইকেট করে নেন মুস্তাফিজুর রহমান ও মেহদি হাসান মিরাজ।

Latest Videos

ভারতীয় দল প্রথম ২ ম্যাচ হেরে এই সিরিজ খুইয়েছে। তবে শেষ ম্যাচে যে পারফরম্যান্স দেখালেন ঈশান, সেটা স্মরণীয় হয়ে থাকবে। 

আরও পড়ুন-

Ishan Kishan: ৫০ ওভারের ম্যাচে দ্রুততম ২০০ রান করে বিশ্বরেকর্ড ঈশান কিষাণের, মাত্র ১২৬ বলে ভেঙে দিলেন আগের সব নজির

Virat Kohli: ১২১৪ দিন, ২০১৯-এর পর ২০২২, অবশেষে ওডিআই-এ ফের শতরানে ফিরলেন বিরাট

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অনিশ্চিত রোহিত, অধিনায়ক হবেন রাহুল

Share this article
click me!

Latest Videos

ফর্মুলা রেডি, PM Modi এমন টাইট দেবে Bangladesh ছেড়ে পালাবে ইউনূস : শুভেন্দু | Suvendu Adhikari
Bangladesh-এর সঙ্গে সম্পর্ক খারাপের সুযোগ নিচ্ছে চিন-পাকিস্তান, বিস্ফোরক Naushad Siddhiqui
‘Mamata Banerjee-কে জেলে পাঠানো দরকার’ মমতাকে ফের তোপ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন
পার্সেল দেওয়ার নাম করে নাবালিকার সঙ্গে এইরকম করলো! ভয়াবহ ঘটনা Serampore-এ | Hooghly News Today
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক Asit Majumdar, চিড় ধরেছে বা পায়ে