মোমিনুল হকের অপরাজিত শতরান, কানপুর টেস্টের চতুর্থ দিন লড়াইয়ে বাংলাদেশ

Published : Sep 30, 2024, 12:05 PM ISTUpdated : Sep 30, 2024, 01:08 PM IST
mominul haque liton das

সংক্ষিপ্ত

কানপুর টেস্ট ম্যাচের চতুর্থ দিন খেলা শুরু হয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পুরোপুরি ভেস্তে যাওয়ায় ভারতীয় দলের পক্ষে এই ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনা কার্যত নেই।

কানপুর টেস্ট ম্যাচে টানা দুই দিন খেলা ভেস্তে যাওয়ার পর শেষপর্যন্ত সোমবার খেলা শুরু হল। তবে তাতে ভারতীয় দলের কোনও সুবিধা হল না। প্রথম সেশনের পর প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২০৫। ১০২ রান করে অপরাজিত মোমিনুল হক। ৬ রান করে অপরাজিত মেহিদি হাসান মিরাজ। এদিন ১১ রান করে আউট হয়ে যান মুশফিকুর রহিম। লিটন দাস করেন ১৩ রান। ৯ রান করে আউট হয়ে যান শাকিব আল-হাসান। এদিন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন উইকেট নিয়েছেন। এই ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে। তবে দ্বিতীয় সেশনে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অলআউট করে দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

আবহাওয়ার সুযোগ নিতে ব্যর্থ ভারত

কানপুরে গত কয়েকদিন ধরেই মেঘলা আবহাওয়া। শনিবার রাতেও ভালো বৃষ্টি হয়েছে। রবিবার সারাদিন বৃষ্টি না হলেও, মেঘলা আকাশ ছিল। এই পরিস্থিতিতে ভারতের পেসাররা ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ছিল দল। কিন্তু পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে পারলেন না বুমরা, সিরাজরা। ফলে রান বাড়িয়ে চলেছে বাংলাদেশ। এই ম্যাচে আর মাত্র পাঁচ সেশন খেলা বাকি। ফলে ম্যাচ ড্রয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

আবহাওয়ার কাছে বাধা পেল ভারত

কানপুর টেস্ট ম্যাচের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা সম্ভব হয়নি। এই কারণেই ভারতীয় দলের পক্ষে জয়ের সম্ভাবনা কমে গিয়েছে। তৃতীয় দিন বৃষ্টি হয়নি। দুপুর দুটোর পর রোদও উঠেছিল। কিন্তু আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানিয়ে দেন, খেলা শুরু করা সম্ভব নয়। ফলে হোটেলে ফিরে যেতে বাধ্য হন ক্রিকেটাররা। রবিবার সামান্য সময়ের জন্য খেলা হলেও হয়তো ভারতীয় দলের জয়ের সম্ভাবনা থাকত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল গভর্নিং কাউন্সিলে অভিষেক, জয় শাহের পরিবর্তে কে হচ্ছেন নতুন সচিব?

রোদ উঠলেও হল না তৃতীয় দিনের খেলা, ড্রয়ের পথে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

আইপিএল-এ প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম, সবচেয়ে বেশি লাভবান হবে সিএসকে?

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা