খুনের মামলায় গ্রেফতারির আশঙ্কা, ভারত সফরের পর দেশে ফিরবেন শাকিব আল-হাসান?

শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাংসদ ছিলেন শাকিব আল-হাসান। হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই দেশের বাইরে এই ক্রিকেটার। পাকিস্তান ও ভারত সফরে খেললেও, বাংলাদেশে ফেরেননি শাকিব।

বিদেশ থেকে সরাসরি পাকিস্তানে গিয়ে দলে যোগ দিয়েছিলেন। সেখান থেকে আবার কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন। সেখান থেকেই চেন্নাইয়ে এসে দলে যোগ দেন। কিন্তু ভারত সফর শেষ হয়ে গেলে কী করবেন শাকিব আল-হাসান। বাংলাদেশে ফিরবেন এই অলরাউন্ডার? না কি তিনি ফের বিদেশে পাড়ি দেবেন? বাংলাদেশের ক্রিকেট মহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে। বাংলাদেশে ফিরলে গ্রেফতার হতে পারেন শাকিব। ৫ অগাস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন পোশাক কারখানার কর্মী মহম্মদ রুবেল। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ঢাকার আদাবর থানায় অভিযোগ দায়ের করেন নিহত যুবকের বাবা রফিকুল ইসলাম। এই মামলায় মোট ১৫৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। ২৮ নম্বর অভিযুক্ত হিসেবে শাকিবের নাম আছে। ফলে শাকিবের গ্রেফতারির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শাকিবের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Latest Videos

শাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ থাকলেও, এই তারকা ক্রিকেটারের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু ঢাকা পুলিশ কী করবে, সেটা এখনও স্পষ্ট নয়। শাকিবের বিরুদ্ধে মামলা খারিজ হয়নি। খুনের মামলা তামাদি হয় না। ফলে দেশে ফেরা নিয়ে চিন্তায় শাকিব

বাংলাদেশে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় নীরব ছিলেন শাকিব। তিনি হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হাসিনার দল আওয়ামি লিগেরই সাংসদ ছিলেন এই ক্রিকেটার। পালাবদলের পর থেকে আওয়ামি লিগের নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন। শাকিবের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে। রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষও শাকিবের উপর ক্ষুব্ধ। এই কারণে ভারত সফরের পর তাঁর পক্ষে বাংলাদেশে ফেরা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৬ অক্টোবর গোয়ালিয়র বনধের ডাক, 'ভারত-বাংলাদেশ ম্যাচ হতে দেব না,' হুঁশিয়ারি হিন্দু মহাসভার

চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ! ভাইরাল ভিডিও

বয়স্কতম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন, নতুন উচ্চতায় রোহিত শর্মা

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল