বুধবার টি-২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ লড়াই। এই ম্যাচ দু'দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা জিতবে তারা সেমি ফাইনালের পথে এগিয়ে যাবে।
টি-২০ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার অ্যাডিলেড ওভালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এখন সুপার ১২ গ্রুপ ২-তে ভারত ও বাংলাদেশ, দু'দলেরই পয়েন্ট ৩ ম্যাচ খেলে ৪। নেট রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত। গ্রুপ শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩ ম্যাচ খেলে ৫। এই গ্রুপ থেকে সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রোটিয়াদের সঙ্গে আছে ভারত ও বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এই ম্যাচ ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। বাংলাদেশ অবশ্য গত ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে দিয়েছে। ফলে আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে শাকিব আল-হাসানরা। তবে টি-২০ ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অতীত রেকর্ড বিশেষ ভাল নয়। এখনও পর্যন্ত টি-২০ ম্যাচে ১১বার বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারত। তার মধ্যে ১০টি ম্যাচই জিতেছে ভারত। মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেটি দু'দেশের সিরিজে। আর কখনও টি-২০ ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। ২০০৯, ২০১৪ ও ২০১৬ বিশ্বকাপে জয় পেয়েছে ভারতই। ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারতীয় দল।
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচের আগে ভারতীয় দলের সবচেয়ে বেশি চিন্তা ওপেনার কে এল রাহুলের ফর্ম এবং উইকেটকিপার দীনেশ কার্তিকের চোট। এবারের টি-২০ বিশ্বকাপে টানা ৩ ম্যাচে ব্যর্থ হয়েছেন রাহুল। তিনি কোনও ম্যাচেই বড় রান পাননি। বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারছেন না এই ডানহাতি ব্যাটার। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় অবশ্য রাহুলের পাশেই দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, রাহুলকে দলের বাইরে রাখে হচ্ছে না। তাঁকে রেখেই দল হচ্ছে। কার্তিকের চোট নিয়ে দ্রাবিড় জানিয়েছেন, এই উইকেটকিপার-ব্যাটারকে খেলানো যাবে কি না, সেটা ম্যাচের দিন সকালের আগে বলা সম্ভব নয়। বুধবার সকালে কার্তিকের চোট পরীক্ষা করে দেখবেন ভারতীয় দলের ফিজিও। তারপরেই বোঝা যাবে কার্তিককে খেলানো যাবে কি না।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদব ছাড়া আর কোনও ব্যাটার ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ভারতের টপ অর্ডার কোনও ম্যাচেই বড় স্কোর করতে পারেনি। রাহুলের ফর্মে ফেরা দলের স্বার্থে জরুরি।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে প্রচুর রান দেন এই অফস্পিনার। সেই কারণে তাঁর বদলে লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে দলে রাখা হতে পারে।
আরও পড়ুন-
রোহিত শর্মার বদলে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে?
অস্ট্রেলিয়ার রক্তচাপ বাড়িয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ইংল্যান্ড, জমে গেল শেষ চারের লড়াই
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে থাকবেন যুজবেন্দ্র চাহাল? নজর রাহুলের দিকে