নতুন ওপেনিং জুটি, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে পরীক্ষা-নিরীক্ষা ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনায়াসে জয় পেয়েছে ভারতীয় দল। এবার টি-২০ সিরিজে খেলতে নামছে নতুন চেহারার ভারতীয় দল। এই সিরিজেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত।

Soumya Gangully | Published : Oct 6, 2024 5:57 AM IST / Updated: Oct 06 2024, 12:10 PM IST

ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৩০টি টি-২০ ম্যাচে খেলেছেন। তার মধ্যে ব্যাটিং পজিশনে ৮টি বিভিন্ন জায়গায় তাঁকে ব্যবহার করা হয়েছে। এবার ওপেনার হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে কেরলের এই উইকেটকিপার-ব্যাটারকে ওপেনার হিসেবে ব্যবহার করার কথা জানিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচেই ওপেনার হিসেবে খেলবেন সঞ্জু। টি-২০ বিশ্বকাপের পর অবসর নিয়েছেন রোহিত শর্মা। তাঁর পরিবর্তেই ওপেনার হিসেবে সঞ্জুকে জায়গা দেওয়া হচ্ছে। সঞ্জু যদি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ওপেনার হিসেবে সাফল্য পান,তাহলে ভবিষ্যতে টি-২০ ফর্ম্যাটে তাঁকে ওপেনার হিসেবেই খেলার সুযোগ দেওয়া হবে।

ভারতের নতুন ওপেনিং জুটি

Latest Videos

সূর্যকুমার জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যাটিং ওপেন করবেন সঞ্জু ও অভিষেক শর্মা। এই জুটি সাফল্য পেলে ভারতীয় দলের চিন্তা কমবে। সঞ্জু অনেকদিন ধরে জাতীয় দলের হয়ে খেললেও, এখনও পর্যন্ত দলে নিজের জায়গা পাকা করতে পারেননি। তিনি বারবার বাদ পড়েছেন, আবার সুযোগ পেয়েছেন। সবসময় খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়েননি এই উইকেটকিপার-ব্যাটার। দলে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তার জেরে তাঁকে সবসময় চাপে থাকতে হয়েছে। এর ফলে সবসময় দল যা চাইছে সেই অনুযায়ী পারফর্ম করতে পারেননি সঞ্জু। এবার তাঁর নির্দিষ্ট ব্যাটিং পজিশনের কথা বলে দেওয়া হয়েছে। ফলে দলে নিজের ভূমিকার কথা বুঝতে পেরেছেন সঞ্জু। এবার তাঁকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

গোয়ালিয়রে জোড়া পেসারের অভিষেক?

রবিবার ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে পেসার ময়াঙ্ক যাদবের অভিষেক হতে পারে। আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ময়াঙ্ক। এবার তাঁর অভিষেক হতে পারে। পশ্চিম দিল্লির পেসার হর্ষিত রানাও রবিবার খেলার সুযোগ পেতে পারেন। একসঙ্গে জোড়া পেসারের অভিষেক হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শাকিব আল-হাসান না খেললেও ভারতকে হারাতে পারে বাংলাদেশ, আশাবাদী তাওহিদ হৃদয়

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শিবম দুবে, পরিবর্ত তিলক ভার্মা

চাপের মুখে তনুশ কোটিয়ানের অপরাজিত শতরান, ২৭ বছর পর ইরানি কাপ জয় মুম্বইয়ের

Share this article
click me!

Latest Videos

'কেন নেননি FIR ?' জয়নগরের কুলতলি গিয়ে পুলিশকে প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul | Kultali News
মীনাক্ষীকে কুলতলি যেতে বাঁধা, তুমুল ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে | Minakshi Mukherjee
বিরাট চাপে মমতা! এবার 'জাস্টিস ফর মহিষমারি'! স্লোগানে কাঁপছে জয়নগর | Joynagar | Jaynagar News |
দীপ্সিতাকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতেই তুলকালাম! Jaynagar কাণ্ডের আঁচ কলকাতায় | Jaynagar News | CPM | BJP
'কাজে ফিরছি, তবে খাবার খাব না' স্বচ্ছতা বজায় রেখে অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা Kolkata Doctor News