বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শিবম দুবে, পরিবর্ত তিলক ভার্মা

রবিবার গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগেই ভারতীয় দলের জন্য খারাপ খবর। চোট পেয়ে এই সিরিজ থেকে ছিটকে গেলেন  অলরাউন্ডার শিবম দুবে।

পিঠের চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারছেন না শিবম দুবে। রবিবার গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। তার আগের দিন জানা গেল, এই সিরিজে নেই শিবম। তাঁর পরিবর্তে ভারতীয় দলে ডাক পেয়েছেন তিলক ভার্মা। শনিবার নির্বাচকদের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অনুশীলনে চোট পেয়েছেন শিবম। এই কারণেই তাঁর পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলা সম্ভব হচ্ছে না। সম্প্রতি ভারতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলেছে শিবম। এবার তিনি চোট পেয়ে ছিটকে যাওয়ায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিলক। তবে শিবম যেভাবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভারতীয় দলকে সাহায্য করতে পারেন, তিলকের পক্ষে সেটা করা সম্ভব হবে না। শিবমের চোট কতটা গুরুতর এবং তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি।

আইপিএল-এ ভালো পারফরম্যান্স তিলকের

Latest Videos

ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিলক। এই কারণেই তাঁকে জাতীয় দলে ডাকা হল। তবে রবিবার এই ব্যাটারের খেলার সম্ভাবনা নেই। কারণ, রবিবার সকালে গোয়ালিয়রে পৌঁছে দলে যোগ দেবেন তিলক। ২১ বছর বয়সি এই ব্যাটার বড় শট খেলতে পারেন। টি-২০ ফর্ম্যাটে তিনি উপযুক্ত ব্যাটার। বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে দলকে বড় স্কোরে পৌঁছতে সাহায্য করতে পারেন তিলক। তিনি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে যে পারফরম্যান্স দেখিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে সেই পারফরম্যান্স দেখাতে পারলেই দল লাভবান হবে।

গোয়ালিয়রে কড়া নিরাপত্তা

রবিবার গোয়ালিয়র বনধের ডাক দিয়েছে হিন্দু মহাসভা। ভারত-বাংলাদেশ ম্যাচ ভেস্তে দেওয়ার হুমকিও দিয়েছে এই সংগঠন। এই কারণে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চাপের মুখে তনুশ কোটিয়ানের অপরাজিত শতরান, ২৭ বছর পর ইরানি কাপ জয় মুম্বইয়ের

ভারত-বাংলাদেশ ম্যাচের দিন গোয়ালিয়র বনধের ডাক, শান্তি বজায় রাখতে কড়া ব্যবস্থা পুলিশের

ভেঙে দিলেন সচিনের রেকর্ড, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭,০০০ রান বিরাটের

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল