বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশেষ ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। মেজাজও হারিয়েছেন বারবার। কিন্তু সিরিজ শেষে সবাইকে মুগ্ধ করলেন বিরাট কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অফস্পিনার মেহিদি হাসান মিরাজের বলে আউট হন বিরাট কোহলি। রবিবার ভারতীয় দল এই টেস্ট ম্যাচ ও সিরিজ জেতার পর মিরাজকে বিশেষ উপহার দিলেন বিরাট। তিনি স্মারক হিসেবে প্রতিপক্ষের ক্রিকেটারকে নিজের জার্সি দেন। বড়দিনে বিরাটের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এই উপহার পেয়ে উচ্ছ্বসিত মিরাজ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন, 'অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির কাছ থেকে বিশেষ স্মারক উপহার পেলাম।' জার্সি হাতে বিরাট ও মিরাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতের তো বটেই, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও বিরাটের এই আচরণে মুগ্ধ। তাঁরা বলেছেন, ভারত-বাংলাদেশ সিরিজে যতই ব্যাট-বলের লড়াই, উত্তপ্ত বাক্য বিনিময় হোক না কেন, দিনের শেষে ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, সেটাই প্রমাণ করলেন বিরাট। ভারতের ক্রিকেটপ্রেমীরাও বিরাটের এই আচরণের প্রশংসা করছেন।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারণ বোলিং করেন মিরাজ। তৃতীয় দিন তিনি আউট করেন শুবমান গিল, চেতেশ্বর পূজারা ও বিরাটকে। এরপর চতুর্থ দিন সকালে ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেলকে আউট করে ম্যাচ জমিয়ে দেন মিরাজ। ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই অবস্থা থেকে পাল্টা লড়াই করে জয় ছিনিয়ে নেন রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার। তবে বাংলাদেশ হেরে গেলেও, মিরাজ, শাকিব আল-হাসানদের লড়াই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। অনেকেই বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করছেন। বিশেষ করে মিরাজ যেভাবে ৫ উইকেট নিয়ে ভারতীয় দলকে চাপে ফেলে দিয়েছিলেন, তার প্রশংসা করছেন ক্রিকেটপ্রেমীরা।
ভারতের ক্রিকেটাররাও বাংলাদেশের প্রশংসা করেছেন। ম্যাচের সেরা অশ্বিন বলেছেন, 'বাংলাদেশ খুব ভাল খেলেছে। আমাদের অনেক কষ্ট করে এই ম্যাচ জিততে হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে কখনও কখনও মনে হয়, কঠোর পরিশ্রম করে জয়ের পথ খুঁজে নিতে হবে। বাংলাদেশের বোলাররা খুব ভাল পারফরম্যান্স দেখিয়েছে। তবে আমাদের রক্ষণের উপর ভরসা রাখা জরুরি ছিল। পিচ একটু মন্থর হলেও ভালই ছিল। বল পার্থক্য গড়ে দেয়। বাংলাদেশ আমাদের প্রচণ্ড চাপে ফেলে দিয়েছিল। ওরা ভাল পারফরম্যান্স দেখিয়েছে।'
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ ১-২ ফলে হেরে যায় ভারতীয় দল। তবে টেস্ট সিরিজ ২-০ জিতে সম্মানের লড়াইয়েও জয় পেল ভারত।
আরও পড়ুন-
দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ভারত
বাংলাদেশ চাপে ফেলে দিয়েছিল, লড়াই করে জিততে হল, বলছেন ম্যাচের সেরা অশ্বিন
অশ্বিন-শ্রেয়াসের দুরন্ত লড়াই, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে জয় ভারতের