বিজ্ঞানী অশ্বিন! দ্বিতীয় টেস্টের নায়ককে নিয়ে মিম শেয়ার করলেন সেহবাগ

Published : Dec 25, 2022, 03:51 PM IST
Virender Sehwag,

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বরাবরই মজাদার চরিত্র। ফের তিনি রসিকতা করলেন।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল জয় পাওয়ার পরেই এই ম্যাচের নায়ক রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে মিম শেয়ার করলেন বীরেন্দ্র সেহবাগ। ভারতের এই প্রাক্তন ওপেনার সোশ্যাল মিডিয়ায় যে মিম শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, পরীক্ষাগারে কোনও একটি বৈজ্ঞানিক পরীক্ষায় ব্যস্ত অশ্বিন। এই মিমের সঙ্গে সেহবাগ লিখেছেন, 'চ্যাম্পিয়ন পারফরম্যান্স। অশ্বিনের সৌজন্যেই আমরা কোনওমতে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জয় পেলাম।' সোশ্যাল মিডিয়ায় এই মিম ভাইরাল। সেহবাগের এই পোস্ট লাইক করেছেন ১ লক্ষ ৫৩ হাজারেরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। নানা মন্তব্য় করেছেন ৫১৫ জন। অশ্বিনের পাশাপাশি এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কে এল রাহুলকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে। তবে অশ্বিনকে নিয়ে সব মিমই প্রশংসাসূচক, সেখানে খারাপ পারফরম্যান্স নিয়ে ট্রোলড রাহুল। পরপর অল্প রানে আউট হয়ে যাওয়া নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে এই ওপেনারকে।

অভিজ্ঞ বোলিং-অলরাউন্ডার অশ্বিন বরাবরই নির্ভরযোগ্য ক্রিকেটার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি দলকে ভরসা দেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিন সকালেও সেটা দেখা গেল। দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই সময় বল হাতে ভেল্কি দেখাচ্ছিলেন বাংলাদেশের ২ স্পিনার মেহিদি হাসান মিরাজ ও শাকিব আল-হাসান। সেই কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমে শ্রেয়াস আইয়ারের সঙ্গে মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অশ্বিন। তিনি ৪২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ৬২ বলের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা। ২৯ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস। ফলে ৩ উইকেটে জয় পায় ভারতীয় দল।

 

 

এই ম্যাচের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বাধিক ৮৪ রান করেন মোমিনুল হক। ভারতের হয়ে অশ্বিন ও উমেশ যাদব ৪টি করে উইকেট নেন। ৫০ রান দিয়ে ২ উইকেট নেন জয়দেব উনাদকাট। জবাবে প্রথম ইনিংসে ভারতীয় দল করে ৩১৪ রান। ৯৩ রান করেন ঋষভ পন্থ। ৮৭ রান করেন শ্রেয়াস। বাংলাদেশের হয়ে ৪ উইকেট করে নেন শাকিব ও তাইজুল ইসলাম। ১ উইকেট করে নেন তাসকিন আহমেদ ও মেহিদি। এরপর দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৭৩ রান করেন লিটন দাস। ৫১ রান করেন জাকির হাসান। ভারতের হয়ে ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল। ২ উইকেট করে নেন অশ্বিন ও মহম্মদ সিরাজ। ১ উইকেট করে নেন উমেশ ও উনাদকাট। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

আরও পড়ুন-

বাংলাদেশ চাপে ফেলে দিয়েছিল, লড়াই করে জিততে হল, বলছেন ম্যাচের সেরা অশ্বিন

অশ্বিন-শ্রেয়াসের দুরন্ত লড়াই, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে জয় ভারতের

খারাপ ফর্মের জের, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বাদ পড়তে পারেন কে এল রাহুল

PREV
click me!

Recommended Stories

IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি
IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?